ইমাম আলী মসজিদ, কোপেনহেগেন
ইমাম আলী মসজিদ | |
---|---|
Imam Ali Moske | |
![]() ২০১৬ সালে মসজিদটির ঊর্ধ্বাংশ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | শিয়া (১২ ইমামপন্থী) |
অবস্থান | |
অবস্থান | নর্দভেস্ট, কোপেনহেগেন![]() |
স্থানাঙ্ক | ৫৫°৪২′০০″ উত্তর ১২°৩১′৫৫″ পূর্ব / ৫৫.৭০০০৩৬° উত্তর ১২.৫৩১৯৭০° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | বিজান এস্কান্দানি |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইরানি স্থাপত্যশৈলী |
ভূমি খনন | ২০০৯ |
সম্পূর্ণ হয় | ১ অক্টোবর ২০১৫ (ঈদ উল-গাদির) |
নির্মাণ ব্যয় | ৩০-৫০ মিলিয়ন ডেনিশ ক্রোন [১] |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ১,৫০০ |
গম্বুজসমূহ | ১টি |
মিনার | ২টি |
মিনারের উচ্চতা | ৩২ মিটার (১০৫ ফু) |
ওয়েবসাইট | |
http://www.imamalimoske.dk |
ইমাম আলী মসজিদ (ডেনীয়: Imam Ali Moske, আরবি: مسجد الإمام علي) হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নর্দভেস্টে অবস্থিত একটি মসজিদ। এটি ডেনমার্কের সর্ববৃহৎ[২] এবং একমাত্র শিয়া মসজিদ।
২০০৯ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। তারপর ২০১৫ সালে এর নির্মাণকাজ সমাপ্ত হলে মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ২,১০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এই মসজিদটি নব্য-ইরানি স্থাপত্যশৈলী অনুসারে নকশা করা হয়েছে। মসজিদটির দুইপাশে রয়েছে ৩২ মিটার উঁচু ফিরোজা রঙের দুইটি মিনার এবং ছাদে রয়েছে একই রঙের একটি কেন্দ্রীয় গম্বুজ। মসজিদটিতে বর্তমানে সর্বমোট ১,৫০০ জন মুসল্লি একত্রে জামাতে সালাত আদায় করতে পারে। [৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Sådan skal Københavns nye moské se ud"। ২৮ আগস্ট ২০০৯।
- ↑ "Largest Shia mosque opens in Copenhagen"। ৩ অক্টোবর ২০১৫।
- ↑ "Largest Shia mosque opens in Copenhagen" (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০১৫।