ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ), ২৬ সেপ্টেম্বর ১৯৪৬ সালে গঠিত হয়েছিল, ভারতে পরিচালিত ব্যাঙ্কিং পরিচালনার একটি প্রতিনিধি সংস্থা হিসাবে - মুম্বাই ভিত্তিক ভারতীয় ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির একটি সংগঠন। [১] ১৯৪৬ সালে ভারতে ২২টি ব্যাঙ্কের প্রতিনিধিত্বকারী প্রাথমিক সদস্যপদ সহ, IBA বর্তমানে ভারতে ২৪৭ টি ব্যাঙ্কিং সংস্থার প্রতিনিধিত্ব করে। IBA ভারতীয় ব্যাঙ্কিংয়ের উন্নয়ন, সমন্বয় এবং শক্তিশালীকরণের জন্য গঠিত হয়েছিল এবং সদস্য ব্যাঙ্কগুলিকে নতুন সিস্টেম বাস্তবায়ন এবং সদস্যদের মধ্যে মানগুলি গ্রহণ সহ বিভিন্ন উপায়ে সহায়তা করে। [২] [৩]

ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন একটি ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয় এবং বর্তমান ম্যানেজিং কমিটিতে একজন চেয়ারম্যান, ৩ জন ডেপুটি চেয়ারম্যান, ১ জন অনারারি সেক্রেটারি এবং ২৬ জন সদস্য আছে।

২০ নভেম্বর ২০২০-এ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও রাজকিরণ রাই IBA এর নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী দীনেশ খারা, মাশরেক ব্যাঙ্কের কান্ট্রি হেড ও সিইও মিঃ মাধব নায়ার এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি ও সিইও মিঃ এস এস মল্লিকার্জুন রাও ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। জনাব রাকেশ শর্মা আইডিবিআই ব্যাঙ্কের এমডি এবং সিইও ২০২০-২১ এর জন্য অনারারি সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন। আইবিএর প্রধান নির্বাহী হলেন মিঃ সুনীল মেহতা এবং উপ-প্রধান নির্বাহী মিঃ গোপাল ভগত।

ম্যানেজিং কমিটি[সম্পাদনা]

যে সকল ব্যাংক IBA এর ম্যানেজিং কমিটির সদস্য সেগুলির মধ্যে রয়েছে: [৪] [৫] [৬]

বেসরকারি খাতের ব্যাংক[সম্পাদনা]

সমবায় খাতের ব্যাংক[সম্পাদনা]

পেমেন্ট ব্যাংক এবং ছোট আর্থিক ব্যাংক[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Banks' Association"। Iba.org.in। ২০০৫-০৪-২৩। ২০১২-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-০৪ 
  2. Indian Banking 2020। Making the Decade’s Promise Come True (পিডিএফ)। জুলাই ৫, ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৫ 
  3. Fair practice Standards। Fair Practice Code (পিডিএফ)। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৫ 
  4. "Managing Committee" 
  5. Times of India। "IBA to sign wage revision pact with banks unions"। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৫ 
  6. India Today। "Banks see Rs 4,725 cr outgo as staff get 15% wage hike"। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]