ইটিভি বাল্যভারত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইটিভি বাল্যভারত
উদ্বোধন২৭ এপ্রিল ২০২১; ২ বছর আগে (2021-04-27)
নেটওয়ার্কইটিভি নেটওয়ার্ক
মালিকানারামোজি গ্রুপ
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি (এসডিটিভি ফিডের জন্য লেটারবক্স ৫৭৬আই তে ডাউনস্কেল করা)
দেশভারত
ভাষা
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
  • ইটিভি
  • ইটিভি প্লাস
  • ইটিভি সিনেমা
  • ইটিভি অন্ধ্রপ্রদেশ
  • ইটিভি লাইফ
  • ইটিভি আভিরুচি
  • ইটিভি তেলেঙ্গানা
ওয়েবসাইটwww.etvbalbharat.com

ইটিভি বাল্যভারত হচ্ছে একটি হায়দ্রাবাদ-ভিত্তিক ইটিভি নেটওয়ার্ক মালিকানাধীন ভারতীয় শিশুতোষ পে টেলিভিশন চ্যানেল যেটিতে অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত হয়।[১] চ্যানেলটি সম্প্রচার শুরু করে ২০২১ সালের ২৭ এপ্রিলে।[২]

বাল্যভারত ইটিভি নেটওয়ার্কের প্রথম শিশুতোষ টেলিভিশন চ্যানেল, এবং ভিন্ন ভাষায় অডিও ট্র্যাক প্রদান করার একমাত্র চ্যানেল। এটি এগারোটি আঞ্চলিক ভাষা এবং ইংরেজিতেও সম্প্রচার করে।[৩][৪] কিন্তু পরে বাল্যভারতের পাঞ্জাবি, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, বাংলা, এবং অসমীয়া আঞ্চলিক চ্যানেলগুলোর ২০২২ সালের ১ এপ্রিলে বন্ধের ঘোষণা করা হয়, এবং এটির বাকি ছয়টি ভাষায় সম্প্রচার অব্যহত থাকবে।[৫]

অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

বর্তমান[সম্পাদনা]

  • অবতার: দ্য লাস্ট এয়ারবেন্ডার
  • অভিমন্যু - দ্য ইয়াং যোদ্ধা
  • আর্থার অ্যান্ড দ্য চিল্ডরেন অফ দ্য রাউন্ড টেবিল
  • উইঙ্কস ক্লাব
  • উইসডম ট্রি - মোরাল স্টোরিজ
  • কিটি ইজ নট আ ক্যাট
  • ছোটু লম্বু ও রোবু
  • জিং-জু ক্যাটস
  • টিন ও ট্যান
  • টিনেজ মিউট্যান্ট নিন্‌জা টারটল্‌স
  • টিমো ফেরিল্যান্ড
  • ট্রি হাউজ স্টোরিজ
  • থ্রি স্কুইরেলস
  • দ্য জঙ্গল বুক সাফারি
  • দ্য নিউ অ্যাডভেঞ্চারস অফ পিটার প্যান
  • দ্য রাইজিং সান - স্টোরিজ অফ গ্রেট পারসোনালিটিস
  • দ্য রাইজিং সান - স্টোরিজ অফ মিথোলজিক্যাল হিরোজ
  • দ্য সিস্টারস (মিলি জুলি)
  • প্যাকম্যান অ্যান্ড দ্য ঘোস্টলি অ্যাডভেঞ্চারস
  • রবিন হুড
  • লুপডিডু
  • লুপডিডু অ্যান্ড দ্য ট্রেজার অফ ক্যাপটেন নেম বোনস
  • সালমা'স বিগ উইশ
  • সুপার মনস্টারস
  • মিস্টারিজ সিটিজ অফ গোল্ড

সাবেক[সম্পাদনা]

  • কং: কিং অফ দ্য এপস

আসন্ন[সম্পাদনা]

  • পান্ডেজী পালোয়ান[৬]
  • বাল্য বাহুবলী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Eenadu Television set to venture into kids genre"এক্সচেঞ্জ৪মিডিয়া। ২৬ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  2. "ETV Bal Bharat in 11 Indian languages"দ্য হিন্দু। ২৮ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  3. "Exclusive: ETV gears up to launch its kids' channel 'Bal Bharat' in 12 Indian languages on 27 April"অ্যানিমেশনএক্সপ্রেস। ২২ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  4. "ইটিভি বাল্যভারত, বাংলা ভাষায় শুধুমাত্র ছোটদের একটি চ্যানেল"ইটিভি ভারত। ২৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  5. ভদ্রা, সোহম (৮ জানুয়ারি ২০২২)। "Six ETV Bal Bharat regional channels to close down in April"ড্রিমডিটিএইচ। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  6. "Exclusive: ETV Bal Bharat to launch its third homegrown IP 'Pandeyji Pehalwan' in April; makers share insights"অ্যানিমেশনএক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২