বিষয়বস্তুতে চলুন

ইউটিসি+০০:২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউটিসি+০০:২০ হল ইউটিসি থেকে একটি অফসেট সময়ের জন্য +০০:২০ একটি শনাক্তকারী সময়।

ইউটিসি+০০:২০ নেদারল্যান্ডসে ১ মে ১৯০৯ থেকে ১৬ মে ১৯৪০ পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। এটি আমস্টারডাম সময় বা ওলন্দাজ সময় নামেও পরিচিত ছিল।

মার্চ ১৭, ১৯৩৭ সালে +০ঘ ২০মি -এ সরলীকৃত করার আগ পর্যন্ত সঠিক সময় অঞ্চল আসলে ছিল জিএমটি +০ ১৯মি ৩২.১৩সে। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে নেদারল্যান্ডস দখল করলে, তখন বার্লিন সময় গৃহীত হয়, এবং তখন থেকেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]