আস্থা টিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আস্থা
উদ্বোধন২০০০
নেটওয়ার্কবৈদিক ব্রডকাস্টিং লিমিটেড
মালিকানাআচার্য বালকৃষ্ণ
চিত্রের বিন্যাসডিভিবি, এসডি
দেশভারত
পূর্বতন নামআস্থা ব্রডকাস্টিং
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
আস্থা ভজন
বৈদিক টিভি
ধর্ম সন্দেশ
আস্থা তামিল
আস্থা কন্নড়
আস্থা তেলুগু
আস্থা গুজরাতি
আস্থা ইউএসএ/কানাডা
আস্থা ইউকে/ইউরোপ
আশা প্রাইম ১
ওয়েবসাইটaasthatv.com

আস্থা টিভি ভারতের একটি টিভি নেটওয়ার্ক।[১] নেটওয়ার্কটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ও এটি আস্থা ব্রডকাস্টিং নেটওয়ার্ক লিমিটেডের মালিকানাধীন। নেটওয়ার্কটির পরিচালক হলেন সন্তোষ কুমার জৈন এবং প্রভাত কুমার জৈন।[২]

২০০৫ সালে, চ্যানেলটি যুক্তরাজ্যে আস্থা ইন্টারন্যাশনালের সম্প্রচার শুরু করে।[৩] ২০০৬ সালে এটি বিশ্বের ১৬০টি দেশে সম্প্রচার শুরু করে।[৪]

আস্থা টিভির অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আধ্যাত্মিক বক্তৃতা, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান, ধ্যানের কৌশল এবং ভক্তিমূলক সঙ্গীত। এইসব অনুষ্ঠানে তীর্থস্থান, উৎসব, এবং বৈদিক বিজ্ঞান, যেমন যোগ, আয়ুর্বেদ, জ্যোতিষের মতো তথ্য উপস্থাপন করা হয়।

উল্লেখযোগ্য ধর্মীয় বক্তা[সম্পাদনা]

উল্লেখযোগ্য প্রাক্তন এবং বর্তমান উপস্থাপক এবং বক্তাদের মধ্যে রয়েছেন:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian spiritual network to air hymn-singing reality TV show" (ইংরেজি ভাষায়)। সিবিসি নিউজ। ৪ জুলাই ২০০৭। 
  2. "Business: Shiva Cement to allot 10 lakh shares to IFCI"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০০৭। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Mar 2006 Mar 2007 ANNUAL REPORT 2005–2006"ইকোনোমিক টাইমস (ইংরেজি ভাষায়)। 
  4. "Yo Guruji!"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০০৬। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]