আশার চর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আশার চর বঙ্গোপসাগরের পশ্চিম কোলে জেগে ওঠা একটি দ্বীপ। এটি প্রায় দুই মাইল দীর্ঘ। বাংলাদেশের বরগুনা জেলার আমতলী উপজেলায় পায়রা নদী নদীপথ বরাবর এটি অবস্থিত।[১][২]

জনসংখ্যা[সম্পাদনা]

চার-পাঁচ বছর পূর্বে প্রায় এক হাজার মানুষ আশার চরে বসবাস করতো, তবে দ্বীপটি ডুবতে শুরু করায় বর্তমানে এখানে অল্পসংখ্যক মানুষের বাস রয়েছে।[৩][৪]

সিডরের আঘাত[সম্পাদনা]

২০০৭ সালে এই দ্বীপ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রফিকুল ইসলাম (১০ নভেম্বর ২০০৯)। "Kewra forest in death throes"দ্য ডেইলি স্টার। ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪ 
  2. ক্যাথারিন জ্যাকব (২৭ ফেব্রুয়ারি ২০০৮)। "Vanishing Islands Of Bangladesh: Climate Change Toll"স্কাই নিউজ । ১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪ 
  3. "Desperate struggle for survival after Bangladesh cyclone"abc.net.au। ২১ নভেম্বর ২০০৭। ২০১২-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪ 
  4. "ডুবতে বসেছে আশার চর"ডয়চে ভেলে বাংলা। ৫ মে ২০১৪। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪