আশরাফ আলী থানভীর শিষ্যদের তালিকা
অবয়ব
আশরাফ আলী থানভীর শিষ্যদের তালিকায় উনবিংশ-বিংশ শতাব্দীর ভারতীয় সুফি ও দার্শনিক আশরাফ আলী থানভীর সেসব স্বীকৃত শিষ্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের তিনি জীবদ্দশায় নিজের উত্তরসূরি বা খলিফা মনোনীত করেছিলেন। তিনি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছ থেকে চার তরিকার খেলাফত পেয়েছিলেন। তার মুরিদের সংখ্যা শতসহস্র। তার মধ্যে ১৩৯ জনকে তিনি উত্তরসূরি মনোনীত করেন। যার মধ্যে ৭০ জন ছিলেন বায়আতের অনুমতি প্রাপ্ত খলিফা বা মাজাযিনে বায়আত। আর ৫৯ জন ছিলেন সুহবতের অনুমতি প্রাপ্ত বা মাজাযিনে সুহবত। তার খলিফাদের মধ্যে সর্বশ্রেণির ব্যক্তি রয়েছেন। তারা খলিফায়ে থানভী নামেও পরিচিত।[১][২]
- মাজাযিনে বায়আত[৩]
- মুহাম্মদ ইসা এলাহাবাদী, উত্তরপ্রদেশ
- আব্দুল গণী ফুলপুরী, উত্তরপ্রদেশ
- আজিজুল হাসান গৌরি, উত্তরপ্রদেশ
- জাফর আহমদ উসমানি, উত্তরপ্রদেশ
- আতহার আলী, বাংলাদেশ
- শাহ আবদুল ওয়াহহাব, বাংলাদেশ
- খায়ের মুহাম্মদ জলন্ধরি, পাকিস্তান
- কারী মুহাম্মদ তৈয়ব, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ শফি উসমানি, পাকিস্তান
- মুহাম্মদ মাসিহুল্লাহ খান, উত্তরপ্রদেশ
- মুর্তাজা হাসান চাঁদপুরী, উত্তরপ্রদেশ
- মুহাম্মদুল্লাহ হাফেজ্জী, বাংলাদেশ
- আবদুল হাই আরিফী, পাকিস্তান
- সুলাইমান নদভী, পাকিস্তান
- আবরারুল হক হক্কী, ভারত
- আব্দুল বারী নদভী, ভারত
- ইসহাক বর্ধমানী, পশ্চিমবঙ্গ
- শের মুহাম্মদ শুক্কুরী, সিন্ধ, পাকিস্তান
- হাকিম মুহাম্মদ মুস্তফা বিজনুরি, উত্তরপ্রদেশ
- আফজল আলি বারাবাংভি, উত্তরপ্রদেশ
- আব্দুল মাজিদ বিচরনভি
- হাবিবুল্লাহ কুরাইশি, বাংলাদেশ
- ওয়াহিদ বখশ খায়রপুরি, পাঞ্জাব, পাকিস্তান
- হাজী শামসাদ থানভী, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ আব্দুল্লাহ খান, ভোপাল
- সৈয়দ ফখরুদ্দিন শাহ, সিন্ধ, পাকিস্তান
- মাওলানা সগির মুহাম্মদ, বাংলাদেশ
- আব্দুল হামিদ, উত্তর ওয়াজিরিস্তান
- আব্দুল বারাকাত, উত্তরপ্রদেশ
- মাওলানা নজির আহমদ, হরিয়ানা
- রফিউদ্দিন এলাহাবাদী, উত্তরপ্রদেশ
- আব্দুস সালাম, খাইবার পাখতুনখোয়া
- মুহাম্মদ মুসা মুহাজিরে মাদানি
- হুসনুদ্দিন, তামিলনাড়ু
- মুহাম্মদ সাঈদ, তামিলনাড়ু
- মাওলানা নজির আহমদ, উত্তরপ্রদেশ
- মাওলানা মকসুদুল্লাহ, বরিশাল, বাংলাদেশ
- ওয়াসি উল্লাহ, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ হাসান অমৃতসরী, পাঞ্জাব, ভারত
- সিরাজ আহমদ খান আমরুহী, উত্তরপ্রদেশ
- মুমতাজ আহমদ
- মুন্সি হক দাদ খান, উত্তরপ্রদেশ
- আব্দুল জাব্বার, পাঞ্জাব, ভারত
- ওয়ালি আহমদ, এটক, পাকিস্তান
- গোলাম সিদ্দিক, ডেরা গাজী খান, পাকিস্তান
- আব্দুর রহমান, এটক, পাকিস্তান
- মুহাম্মদ নাবিয়ুহু মুরাদাবাদী, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ সাবির, হরিয়ানা
- নওয়াব আহমদ আলী খান, উত্তরপ্রদেশ
- হাকিম কারাম হুসাইন, উত্তরপ্রদেশ
- আব্দুর রহমান এলাহাবাদী, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ উসমান খান, দিল্লি
- কুবুল আহমদ, উত্তরপ্রদেশ
- জলিল আহমদ আলিগড়ি, উত্তরপ্রদেশ
- ইসহাক আলি কানপুরী, উত্তরপ্রদেশ
- শিহাবুদ্দিন মিরাটি, উত্তরপ্রদেশ
- আব্দুল খালিক, পাঞ্জাব, ভারত
- সামিন আলি কানপুরী, উত্তরপ্রদেশ
- হাফেজ এনায়েত আলি, পাঞ্জাব, ভারত
- ওয়ালি মুহাম্মদ, পাঞ্জাব, ভারত
- নুর বখশ, বাংলাদেশ
- আব্দুল ওয়াদুদ পেশওয়ারি, পাকিস্তান
- আসাদুল্লাহ রামপুরী, উত্তরপ্রদেশ
- আজিজুর রহমান মিরাটি, উত্তরপ্রদেশ
- হাকিম ইলাহি বখশ, সিন্ধ, পাকিস্তান
- মুহাম্মদ শরিফ, পাঞ্জাব, ভারত
- শের মুহাম্মদ, পাঞ্জাব, ভারত
- হাফিজ ওয়ালি মুহাম্মদ, উত্তরপ্রদেশ
- মাওলানা কেফায়েত উল্লাহ
- মাওলানা হামিদ হাসান, উত্তরপ্রদেশ
- হাকিম ফজলুল্লাহ, সিন্ধ, পাকিস্তান
- বাবু আব্দুল আজিজ
- মুহাম্মদ রসূল খান হাজারভি, পাকিস্তান
- আব্দুল হক খান
- হাকিম খলিল আহমদ, উত্তরপ্রদেশ
- মাহমুদ আল গণি, সাহারানপুর
- ফকির মুহাম্মদ পেশওয়ারি, পাকিস্তান
- মাজাযিনে সুহবত[৪]
- আব্দুল মাজেদ দরিয়াবাদি, আজমগড়
- মুহাম্মদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তান
- সাঈদ আহমাদ খান
- হাফিজ আলি নজর বেগ
- মুহাম্মাদ হাসান লখনউ, উত্তরপ্রদেশ
- মাহমুদুল হক হারদুয়ী, ভারত
- মুন্সি আব্দুল ওয়ালি
- মুহাম্মদ আব্দুল করিম
- মুহম্মদ জলিল সাহারানপুরি, উত্তরপ্রদেশ
- আনোয়ারুল হাসান, লখনউ, উত্তরপ্রদেশ
- মুন্সি আলী শাকির
- মুহাম্মদ নাজিম আহসান
- মানাফাত আলি সাহারানপুরি, উত্তরপ্রদেশ
- মুন্সি আলী সাজ্জাদ
- মাজহার আহমদ, ভোপাল
- হাফিজ মুহাম্মদ ত্বহা
- খাজা মুহাম্মদ সাদিক
- মুন্সি আব্দুস সুবুর
- বখশিশ আহমদ
- লাকাউল্লাহ পানিপথি, হরিয়ানা, ভারত
- জহুরুল হাসান, সাহারানপুরি
- আশফাকুর রহমান কান্ধলভি
- সুলতান মাহমুদ, দিল্লি
- মুহাম্মদ ইসমাইল, দিল্লি
- মুন্সি মুহাম্মাদইয়াকুব
- আব্দুন সামাদ বারাণসী, উত্তরপ্রদেশ
- হামিদ হাসান, পাঞ্জাব, ভারত
- রিয়াদুল হাসান, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ সাঈদ, উত্তরপ্রদেশ
- মুন্সি আব্দুল হামিদ, উত্তরপ্রদেশ
- আব্দুল গফুর, রাজস্থান, ভারত
- ফায়াদ আলি
- মাহমুদ দাউদ ইউসুফ, গুজরাত
- মীর ইমাম আল দীন
- মুহাম্মাদ মিয়ান
- আলী সাজিদ, উত্তরপ্রদেশ
- সাঈদ আহমদ, উত্তরপ্রদেশ
- আব্দুল কারিম, খাইবার পাখতুনখোয়া
- আব্দুল গাফফার
- মুহাম্মদ নঈম, আফগানিস্তান
- সাখাওয়াত হুসাইন
- ইরফান আহমদ সাহারানপুরি, ভারত
- আজিজুর রহমান
- শফিক আহমদ গাঙ্গুহি, উত্তর প্রদেশ
- সাদ মুহাম্মদ, খাইবার পাখতুনখোয়া
- খাজা ওয়াহিদুল্লাহ
- আব্দুল করিম গুমথালভি, হরিয়ানা
- সৈয়দ হাসান লখনভি, ভারত
- মাওলানা সৈয়দ হাসান
- মাসউদ আলী, আজমগড়, উত্তরপ্রদেশ
- আব্দুল রশিদ মাহমুদ আনসারি গাঙ্গুহি, উত্তরপ্রদেশ
- মুহাম্মদ মাসউদ গাঙ্গুহি, উত্তরপ্রদেশ
- মনজুর আহমদ সাহারানপুরি, উত্তরপ্রদেশ
- বাহাউদ্দিন হারদুয়ী, উত্তরপ্রদেশ
- মাওলানা আব্দুল গণি
- আনোয়ার আহমদ
- কুরাইশি শফি মুহাম্মদ, সিন্ধ, পাকিস্তান
- শাহ মুহাম্মদ আলিম
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ মুহাম্মদ, গোলাম (২০১৭)। আশরাফ আলী থানভী: জীবন ও কর্ম। আল ফারুক, আব্দুল্লাহ কর্তৃক অনূদিত। মধ্যবাড্ডা, ঢাকা: মাকতাবাতুল ইসলাম। পৃষ্ঠা ৮২–৮৩। আইএসবিএন 9789849105077।
- ↑ بخارى, محمد احبر شاه (১৯৯৭)। كاروان تھانوى :: حكيم الامت حضرت مولانا اشرف على تھانوى كے ١٩٢ خلفاء ... / (উর্দু ভাষায়)। ادارة ال معارف :।
- ↑ মিয়া, আলী আলতাফ (২০১৫)। বেঁচে থাকা আধুনিকতা: আশরাফ আলী থানভী (১৮৬৩-১৯৪৩) এবং উপনৈবেশিক ভারতে মৌলিক মুসলিম তৈরি (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। ডিউক বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩১১–৩১৭।
- ↑ মিয়া, আলী আলতাফ (২০১৫)। বেঁচে থাকা আধুনিকতা: আশরাফ আলী থানভী (১৮৬৩-১৯৪৩) এবং উপনৈবেশিক ভারতে মৌলিক মুসলিম তৈরি (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। ডিউক বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩১৭–৩১৯।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- পারভেজ, মুহাম্মদ (২০০৮)। মাওলানা আশরাফ আলী থানভীর সামাজিক-ধর্মীয় সংস্কারের একটি গবেষণা (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৩১–১৬৮।
- ফয়জুর রহমান, কারী (২০১৪)। খুলাফায়ে হাকিমুল উম্মত। আল মাসুম, আব্দুল্লাহ কর্তৃক অনূদিত। ঢাকা: দারুল উলুম লাইব্রেরি।
- "হাকিমুল উম্মতের খুলাফা"। আশরাফিয়া.কম। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১।