আলে সানি
পরামর্শদাতা পরিষদ |
---|
প্রশাসনিক বিভাগ (পৌরসভা) |
আলে সানি পরিবার (আরবি: آل ثاني ) হলো বর্তমান কাতারের একটি শাসক পরিবার, যাদের উদ্ভব বনু তামিম উপজাতীয় সংঘের আল-মাদিদ গোত্র থেকে।[১] এই পরিবারটি ১৯ শতকে তাদের নেতা মোহাম্মদ বিন সানির অধীনে দোহায় এসে বসতি স্থাপন করে। [২] শেখ মোহাম্মদের পিতা সানি বিন মোহাম্মদের নামে এই গ্রুপটির নাম আলে সানি (সানির বংশধর) রাখা হয়েছে।[৩]
শাসক
[সম্পাদনা]হাকিম ও আমিরদের তালিকা:
- শেখ মোহাম্মদ বিন সানি, কাতারের হাকিম (১৮৫০-১৮৭৮)।
- শেখ জসিম বিন মোহাম্মদ আলে ছানি, কাতারের ১ম আমির (১৮৭৮-১৯১৩)।
- শেখ আহমেদ বিন মোহাম্মদ আলে সানি, কাতারের ২য় আমির (১৮৯৮-১৯০৫)।
- শেখ মোহাম্মদ বিন জসিম আলে সানি, কাতারের ৩য় আমির (১৯১৩-১৯১৪)।
- শেখ আবদুল্লাহ বিন জসিম আলে সানি, কাতারের ৪র্থ আমির (১৯১৪-১৯৪৯)।
- শেখ আলী বিন আব্দুল্লাহ আলে সানি, কাতারের ৫ম আমির (১৯৪৯-১৯৬০)।
- শেখ আহমদ বিন আলী আলে সানি, কাতারের ৬ষ্ঠ আমির (১৯৬০-১৯৭২)।
- শেখ খলিফা বিন হামাদ আলে সানি, কাতারের ৭ম আমির (১৯৭২-১৯৯৫)।
- শেখ হামাদ বিন খলিফা আলে সানি, কাতারের ৮ম আমির (১৯৯৫-২০১৩)।
- শেখ তামিম বিন হামাদ আলে সানি, কাতারের ৯ম ও বর্তমান আমির (২০০৩–বর্তমান)[৪]।
পরিবার বৃক্ষ
[সম্পাদনা]সানি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
মোহাম্মদ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
জসিম | আহমেদ | ফাহাদ | ইদ | জবর | সামির | ||||||||||||||||||||||||||||||||||||||||
জসিম বিন মোহাম্মদ আলে সানি শাখা
[সম্পাদনা]শেখ জসিম বিন মোহাম্মদ আলে সানি (১৮২৫-১৯১৩) হচ্ছেন আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা ১ম আমির।
১. শেখ ফাহাদ বিম জসিম আলে সানি (১৮?-১৮? ; অল্প বয়সে মারা যান)।
২. শেখ খলিফা বিন জসিম আলে সানি (১৮৫১-?)
৩. শেখ সানি বিন জসিম আলে সানি (১৮৫৬-১৯৪৩), আল গারাফার শেখ।
৪. শেখ আব্দুর রহমান বিন জসিম আলে সানি (১৮৭১-১৯৩০), আল ওয়াকরার শেখ।
৫. শেখ আব্দুল্লাহ বিন জসিম আলে সানি (১৮৮০- ১৯৫৭), আল রাইয়ানের সাবেক শেখ, কাতারের শাসক (১৯১৪-১৯৪০), (১৯৪৮-১৯৪৯)।
৬. শেখ আলি বিন জসিম আলে সানি (১৮?-১৮?; যুবক থাকা অবস্থায় মারা যান)।
৭. শেখ মুহাম্মদ বিন জসিম আলে সানি (১৮৮১-১ ৯৭১), উম সালাল মুহাম্মদের শেখ।
৭.১. শেখ জসিম বিন মুহাম্মদ বিন জসিম আলে সানি।
৭.১.১. শেখ ফাহাদ বিন জসিম আলে সানি (?-১৯৭৭)।
৭.১.১.১. শেখ ফইসাল বিন ফাহাদ আলে সানি।
৭.১.১.২. শেখ হামাদ বিন ফাহাদ আলে সানি।
৭.১.১.৩. শেখ আব্দুল্লাহ বিন ফাহাদ আলে সানি।
৭.১.২. শেখ নাসির বিন জসিম আলে সানি।
৭.১.৩. শপখ আব্দুল আজিজ বিন জসিম আলে সানি (১৮??-১৯৭০)।
৭.১.৪. শেখ খালিদ বিন জসিম আল থানি
৭.১.৪.১. শেখ ?? বিন খালিদ আল থানি
৭.১.৪.২. শেখ??? বিম খালিদ আল থানি
৭.১.৫. শেখ হামাদ বিন জসিম আল থানি
৭.১.৫.১. শেখ ?? বিন হামাদ আল থানি
৭.১.৫.২. শেখ ??? বিন হামাদ আল থানি
৭.১.৬. শেখ আব্দুল রহমান বিন জসিম আল থানি
৭.১.৬.১. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৬.২. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৬.৩. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৬.৪. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৭. শেখ আলি বিন জসিম আল থানি
৭.১.৮. শেখ আব্দুল্লাহ বিন জসিম আল থানি
৭.১.৮.১. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৮.২. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৮.৩. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৮.৪. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৯. শেখ খলিফা বিন জসিম আল থানি (১৯৫৯)
৭.১.৯.১. শেখ জসিম বিন খলিফা আল থানি
৭.১.৯.২. শেখ মুহাম্মদ বিন খলিফা আল থানি
৭.১.৯.৩. শেখ সুলতান বিম খলিফা আল থানি
৭.১.৯.৪. শেখ আহমেদ বিন খলিফা আল থানি
৭.১.৯.৫. শেইখা নাজলা বিনতে খলিফা আল থানি
৭.১.৯.৬. শেইখা রীম বিনতে খলিফা আল থানি
৭.১.১০. শেখ সালমান বিন জসিম আল থানি
৭.১.১০.১. শেখ??? বিন সালমান আল থানি
৭.১.১০.২. শেখ??? বিন সালমান আল থানি
৭.১.১০.৩. শেখ??? বিন সালমান আল থানি
৭.১.১১. শেখ সাউদ বিন জসিম আল থানি
৭.১.১১.১. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১১.২. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১১.৩. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১১.৪. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১২. শেখ সুলতান বিন জসিম আল থানি, বিবাহিত
৭.১.১৩. শেখ ফয়সাল বিন জসিম আল থানি
৭.১.১৩.১. শেখ??? বিন ফয়সাল আল থানি
৭.১.১৪. শেখ হাসান বিন জসিম আল থানি
৭.১.১৪.১. শেখ??? হামিদ মুহাম্মদ
৭.১.১৫. শেইখা নূর বিনতে জসিম আল থানি, বিবাহিত
৭.১.১৬. শেইখা রওদা বিনতে জসিম আল থানি, আব্দুল্লাহ বিন আহমেদ বিন আদুল্লাহর সাথে বিবাহিত
৭.১.১৭. শেইখা আমেনা বিনতে জসিম আল থানি, খালেদ বিন হামাদ বিন আব্দুল্লাহ এর সাথে বিবাহিত
৭.১.১৮. শেইখা আল-আনুদ বিনতে জসিম আল থানি, বিবাহিত, ২ ছেলে ও ২ মেয়েও রয়েছে
৭.১.১৯. শেইখা তামাথের বিনতে জসিম আল থানি
৭.১.২০. শেইখা ফাতেমা বিনতে জসিম আল থানি
৭.১.২১. শেইখা মুনা বিনতে জসিম আল থানি
৭.১.২২. শেইখা জাওয়াহের বিনতে জসিম আল থানি
৭.১.২৩. শেইখা শেইখা বিনতে জসিম আল থানি
৭.১.২৪. শেইখা মহা বিনতে জসিম আল থানি
৭.১.২৫. শেইখা মনীরা বিনতে জসিম আল থানি
৭.১.২৬. শেইখা খওলা বিনতে জসিম আল থানি
৭.১.২৭. শেইখা লীনা বিনতে জসিম আল থানি
৭.১.২৮. শেইখা লুলওয়া বিনতে জসিম আল থানি
৭.১.২৯. শেইখা মরিয়ম বিনতে জসিম আল থানি
৭.১.৩০. শেইখা নূরা বিনতে জসিম আল থানি
৮. শেখ ঘনিম বিন জসিম আল থানি (১৮৮?-১???)
৯. শেখ আলি বিন জসিম আল থানি ২ (১৮৯৩-১৯৭২), উম সালাল আলির শেখ
১০. শেখ ফাহাদ বিন জসিম আল থানি ২ (১৮??-১৮?? অল্প বয়সে মারা যান)
১১. শেখ ফাহাদ বিন জসিম আল থানি ২ (১৮৯৫-সিএ.১৯৮০), আল খিয়েসার শেখ
১২. শেখ আব্দুল আজিজ বিন জসিম আল থানি (১৮৯৬-১৯৮৫), আল মারখিয়ার শেখ
১৩. শেখ সালমান বিন জসিম আল থানি (১৮??-১৮?? জন্মের পরেই মারা যায়)
১৪. শেখ ইদ্রিস বিন জসিম আল থানি (১৮??-১৮?? জন্মের সময় মারা যায়)
১৫. শেখ মুবারক বিন জসিম আল থানি (১৮??-১৮?? জন্মের সময় মারা যায়)
১৬. শেখ সালমান বিন জসিম আল থানি ২ (১৮৯৯-১৯৮৪), দুখানের শেখ
১৭. শেখ নাসের বিন জসিম আল থানি (১৯০?-১৯৭৮), নাসিরিয়ার শেখ
১৮. শেখ সুলতান বিন জসিম আল থানি (১৯০?-১৯৭৬), উম আল আমাদের শেখ
১৯. শেখ আহমেদ বিন জসিম আল থানি (১৯০?-১৯৯৫), আল খোরের শেখ
১৯.১. শেখ খাওয়ার বিন আহমেদ আল থানি, ১৯৯৬ সাল থেকে আল খোরের আমির
১৯.১.১ শেখ ফাহাদ বিন খাওয়ার আল থানি
১৯.১.২ শেখ ?? বিনতে খাওয়ার আল থানি
১৯.১.৩ শেখ ?? বিনতে খাওয়ার আল থানি
- শেখ জসিম বিন মোহাম্মদ আল থানি (সিএ. ১৮২৫-১৯১৩) প্রতিষ্ঠাতা, আধুনিক, কাতার
- শেখ মুহাম্মদ বিন জসিম আল থানি- কার্যত শাসক
- শেখ জসিম বিন মুহাম্মদ বিন জসিম আল থানি
- শেখ আহমেদ বিন মোহাম্মদ আল থানি
- শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল থানি
- শেখ ইবন ফাওযান বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল থানি
- শেখ থামির বিন মোহাম্মদ বিন জসিম আল থানি
- শেখ ঘনিম বিন মোহাম্মদ আল থানি
- শেখ থানি বিন মোহাম্মদ আল থানি
- শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল থানি
- শেখ খালিদ বিন মোহাম্মদ আল থানি
- শেখ খলিফা বিন মোহাম্মদ আল থানি
- শেখ মুবারক বিন মোহাম্মদ আল থানি
- শেখ মুসাইদ বিন মোহাম্মদ আল থানি
- শেখ হাসান বিন মোহাম্মদ আল থানি
- শেখ মনসুর বিন মোহাম্মদ আল থানি
- শেখ ফালিহ বিন মোহাম্মদ আল থানি
- শেখ জবর বিন মোহাম্মদ আল থানি
- শেখ আলী বিন মোহাম্মদ আল থানি
- শেখ সৌদ বিন মোহাম্মদ আল থানি
- শেখ ফাতিমা বিনতে মোহাম্মদ আল থানি
- শেখ সারাহ বিনতে মোহাম্মদ আল থানি
- শেখ ললওয়া বিনতে মোহাম্মদ আল থানি
- শেখ হেস্সা বিনতে মোহাম্মদ আল থানি
- শেখ শেখ বিনতে মোহাম্মদ আল থানি
- শেখ নোউরা বিনতে মোহাম্মদ আল থানি
- আলী বিন জসিম আল থানি
- আব্দুল্লাহ বিন জসিম আল থানি – শাসক
- আলী ইবন আব্দুল্লাহ আল থানি – শাসক
- আহমদ বিন আলী আল থানি – আমির
- আবদুল আজিজ বিন আহমেদ আল থানি (১৯৪৫-২০০৮), প্রাক্তন ক্রাউন প্রিন্স (নির্বাসিত)
- মুহাম্মদ বিন আলী আল থানি
- আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল থানি (শারজাহ)[তথ্যসূত্র প্রয়োজন]
- সৌদ বিন মুহাম্মদ আল থানি[তথ্যসূত্র প্রয়োজন]
- আহমদ বিন আলী আল থানি – আমির
- হাসান বিন আবদুল্লাহ আল থানি
- সুলতান বিন হাসান বিন আবদুল্লাহ আল থানি
- আব্দুররহমান বিন সুলতান বিন হাসান আল থানি
- সুলতান বিন আব্দুর রহমান আল থানি
- সারা বিনতে আব্দুর রহমান আল থানি
- আব্দুররহমান বিন সুলতান বিন হাসান আল থানি
- সুলতান বিন হাসান বিন আবদুল্লাহ আল থানি
- হামাদ বিন আব্দুল্লাহ আল থানি – ক্রাউন প্রিন্স (তার বাবার আগে মারা যান)
- আহমেদ বিন হামাদ আল থানি
- সৌদ বিন আহমেদ আল থানি, (জন্ম ১৯৬৯) কাতারের সাবেক ফুটবলার
- জসিম বিন হামাদ বিন আব্দুল্লাহ আল থানি
- হামাদ বিন জসিম বিন হামাদ আল থানি
- আবদুল আজিজ বিন হামাদ আল থানি
- সৌদ বিন আবদুল আজিজ বিন হামাদ আল থানি
- মোহাম্মদ বিন হামাদ বিন আব্দুল্লাহ আল থানি
- খালিদ বিন হামাদ আল থানি
- আবদুল্লাহ ইবন খালিদ আল থানি
- হামাদ বিন খালিদ আল থানি
- সুহাইম বিন হামাদ আল থানি
- হামাদ বিন সুহাইম আল থানি
- জাওয়াহের বিনতে হামাদ আল থানি
- হামাদ বিন সুহাইম আল থানি
- খলিফা বিন হামাদ আল থানি – আমির
- আবদুল আজিজ বিন খলিফা আল থানি
- আবদুল্লাহ ইবন খালেদ আল থানি
- হামাদ বিন খলিফা আল থানি – আমির পর্যন্ত ২৫ জুন, ২০১৩
- মিশাল বিন হামাদ আল থানি – আপাত উত্তরাধিকারী (১৯৯৬ পর্যন্ত)
- জসিম বিন হামাদ আল থানি – আপাত উত্তরাধিকারী (২০০৩ পর্যন্ত)
- তামিম বিন হামাদ আল থানি – আমির থেকে ২৫ জুন, ২০১৩
- জোয়ান বিন হামাদ আল থানি
- মোহাম্মদ বিন হামাদ আল থানি
- খালিদ বিন হামাদ আল থানি
- আবদুল্লাহ বিন হামাদ আল থানি – ডেপুটি আমির
- থানি বিন হামাদ আল থানি
- আবদুল্লাহ বিন হামাদ আল কোরআনের আল থানি
- আহমেদ বিন হামাদ আল থানি
- আলী ইবন আব্দুল্লাহ আল থানি – শাসক
- ফাহাদ বিন জসিম আল থানি
- জসিম বিন ফাহাদ আল থানি
- সৌদ বিন ফাহাদ আল থানি
- হাসান বিন ফাহাদ আল থানি
- মুবারক বিন ফাহাদ আল থানি
- ফালেহ বিন ফাহাদ আল থানি
- নাসের বিন ফাহাদ আল থানি
- আব্দুররহমান বিন জসিম আল থানি
- থানি বিন জসিম বিন মুহাম্মদ আল থানি
- মুহম্মদ বিন থানি আল থানি
- থামির বিন মুহাম্মদ বিন থানি আল থানি
- হামাদ বিন থামির আল থানি
- থামির বিন মুহাম্মদ বিন থানি আল থানি
- মুহম্মদ বিন থানি আল থানি
- শেখ মুহাম্মদ বিন জসিম আল থানি- কার্যত শাসক
- শেখ জসিম বিন মোহাম্মদ আল থানি (সিএ. ১৮২৫-১৯১৩) প্রতিষ্ঠাতা, আধুনিক, কাতার
আহমেদ বিন মুহাম্মদ আলে সানি শাখা
[সম্পাদনা]- ১. সানি বিন মোহাম্মদ
- ১.১. মোহাম্মদ বিন সানি
- ১.১.২. শেখ আহমেদ বিন মুহাম্মদ আলে সানি – গভর্নর, দোহা।
- শেখ আহমেদ বিন মুহাম্মদ আলে সানি- গভর্নর, দোহা।
- শেখ সাইফ বিন আহমেদ আলে সানি
- শেখ আহমেদ বিন সাইফ আলে সানি
- শেখ সাইফ বিন আহমেদ আলে সানি
- শেখ মোহাম্মদ বিন আহমেদ আলে সানি
- শেখ আহমেদ বিন সাইফ আলে সানি
- শেখ খলিফা বিন আহমেদ আলে সানি
- শেখ নাসের বিন খলিফা আলে সানি
- শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কাতার (২০১৩)
- শেখ নাসের বিন খলিফা আলে সানি
- শেখ আবদুল্লাহ বিন হামাদ আল থানি
- শেখ নাসের বিন আবদুল্লাহ বিন আহমেদ আলে সানি
- শেখ আবদুল্লাহ বিন নাসের বিন আবদুল্লাহ আল আহমেদ আলে সানি
- শেখ নাসের বিন আবদুল্লাহ বিন আহমেদ আলে সানি
- শেখ খালিদ বিন আহমেদ আলে সানি
- শেখ আহমেদ বিন মোহাম্মদ আলে সানি
- শেখ নাসের বিন খালিদ আলে সানি
- শেখ নাওয়াফ বিন নাসের আলে সানি
- শেখ আহমেদ বিন আহমেদ আলে সানি
- শেখ মুবারক বিন আহমেদ আলে সানি
- শেখ মোহাম্মদ বিন আহমেদ আলে সানি
- শেখ জবর বিন আহমেদ আলে সানি
- শেখ নাসের বিন জবর আলে সানি
- শেখ জাবের বিন নাসের আলে সানি
- শেখ হামাদ বিন আহমেদ আলে সানি
- শেখ নাসের বিন আহমেদ আলে সানি
- শেখ আবদুল্লাহ বিন হামাদ আলে সানি
- শেখ নাসের বিন জবর আলে সানি
- শেখ সাইফ বিন আহমেদ আলে সানি
- শেখ আহমেদ বিন মুহাম্মদ আলে সানি- গভর্নর, দোহা।
ফাহাদ বিন মুহাম্মদ আলে সানি শাখা
[সম্পাদনা]১. সানি বিন মোহাম্মদ ১.১. মোহাম্মদ বিন সানি ১.১.৩. শেখ ফাহাদ বিন মুহাম্মদ আলে সানি
জাবের বিন মুহাম্মদ আলে সানি শাখা
[সম্পাদনা]- ১. শেখ জবর বিন মুহাম্মদ আলে সানি (১৮৭৮-১৯৩৪)।
- ১.২ শেখ মুহাম্মদ বিন জবর আলে সানি (১৯৬- ১৯৮৩)।
- ১.২.১ শেখ জাবের বিন মোহাম্মদ আলে সানি।
- ১.২.১.১ শেখ জসিম বিন জাবের আলে সানি।
- ১.২.১.১.১ ইউসুফ বিন জসিম আলে সানি।
- ১.২.১.১.২ শেখ জবর বিন জসিম আলে সানি।
- ১.২.১.১.৪ শেখ ফাহাদ বিন জসিম আলে সানি।
- ১.২.১.১.৫ শেখ হামাদ বিন জসিম বিন জাবের আলে সানি (১৯৫৯), পররাষ্ট্রমন্ত্রী কাতার (১৯৯২-আজ) কাতারের অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী (২০০৭-আজ) অবসরপ্রাপ্ত (২০১৩)।
- ১.২.১.১.৩.১ শেখ জবর বিন হামাদ আলে সানি।
- ১.২.১.১.৩.২ শেখ জসিম বিন হামাদ আলে সানি।
- ১.২.১.১.৩.৩ শেখ মোহাম্মদ বিন হামাদ আলে সানি।
- ১.২.১.১.৩.৪ শেখ ফাহাদ বিন হামাদ আলে সানি।
- ১.২.১.১.৩.৫ শেখ তামিম বিন হামাদ আলে সানি।
- ১.২.১.১.৩.৬ শেখ ফালাহ বিন হামাদ আলে সানি।
- ১.২.১.১.৬ শেখ ফালাহ বিন জসিম আলে সানি।
- ১.২.১.১.৭ মনসুর বিন জসিম আলে সানি।
- ১.২.১.১.৮ নাওয়াফ বিন জসিম আলে সানি।
সামির বিন মুহাম্মদ আলে সানি শাখা
[সম্পাদনা]- ১.সানি বিন মুহাম্মদ।
- ১.১. মুহাম্মদ বিন সানি।
- ১.১.৬. শেখ সামির বিন মুহাম্মদ আলে সানি।
- ১.১.৬.১. শেখ ইসা বিন সামির বিন মুহাম্মদ আলে সানি।
- ১.১.৬.৫ শেখ কাসেম বিম তামিম আলে সানি।
ইতিহাস ও গঠন
[সম্পাদনা]আলে সানিরা [৩] বংশগতভাবে মুদার বিন নিজারের কাছে ফিরে যায়। কাতারে যাওয়ার আগে উপজাতিরা দক্ষিণ নজদের (সৌদি আরব) গেব্রিন মরূদ্যানে বসতি স্থাপন করে। [৫] ১৭ কাছাকাছি উপজাতিটি রিয়াদের উত্তর-পূর্বে একটি বসতি উশায়কিরে বাস করত এবং ১৭২০ সালের দিকে তারা কাতারে বসতি স্থাপন করে। কাতারে তাদের প্রথম বসতি দক্ষিণের শহর সিকাকে ছিল এবং সেখান থেকে তারা উত্তর-পশ্চিমে জুবারাহ এবং আল রুওয়াইসে চলে যায়। [৬] তারা ১৯ শতকে তাদের নেতা মুহাম্মদ বিন সানির অধীনে দোহায় এসে বসতি স্থাপন করে। [৫] মোহাম্মদের পিতা সানি বিন মোহাম্মদের নামে গ্রুপটির নাম আলে সানি বা সানির বংশধর করা হয়েছে। [৫]
পরিবারটি চারটি প্রধান উপদল নিয়ে গঠিত: বনি কাসিম, বনি আহমেদ, বনি জাবের ও বনি সামের। [৭] [৮] ১৯৯০ এর দশকের প্রথম দিকে তাদের পরিবারের সদস্যদের সংখ্যা প্রায় ২০,০০০ বলে অনুমান করা হয়েছিল। [৮]
১৯৯৫ সালে রাজপরিবারের অনেক সদস্য তৎকালীন রাজা খলিফা বিন হামাদ আলে সানির বিরুদ্ধে একটি সফল অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এতে তার ছেলে হামাদ বিন খলিফা আলে সানি রাজা হন। কয়েক মাস পরে কিছু সদস্য আরো একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটায়। এই বংশের শেষ শাসক হলেন বর্তমান আমির তামিম বিন হামাদ আলে সানি।[৭][৯]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Meet the world’s other 25 royal families
- ↑ "Line of succession: The Al Thani rule in Qatar"। Gulf News। ২৪ জুন ২০১৩। ২৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩।
- ↑ ক খ Althani, Mohamed (২০১৩)। Jassim the Leader: Founder of Qatar। Profile Books। পৃষ্ঠা 25। আইএসবিএন 978-1-78125-070-9।
- ↑ "Qatari emir Sheikh Hamad hands power to son Tamim"। BBC। ২৫ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩।
- ↑ ক খ গ "Line of succession: The Al Thani rule in Qatar"। Gulf News। ২৪ জুন ২০১৩। ২৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩।
- ↑ Mohamed Althani, p. 26
- ↑ ক খ Kamrava, Mehran (Summer ২০০৯)। "Royal Factionalism and Political Liberalization in Qatar"। The Middle East Journal। 63 (3): 401–420। ডিওআই:10.3751/63.3.13। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩।
- ↑ ক খ Helem Chapin Metz, সম্পাদক (১৯৯৩)। "The Al Thani"। Persian Gulf States: A Country Study। Washington: GPO for the Library of Congress। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "hcm1993" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ Crystal, Jill (জুলাই ১৯৮৯)। "Coalitions in Oil Monarchies: Kuwait and Qatar": 427–443। জেস্টোর 422006। ডিওআই:10.2307/422006।