বিষয়বস্তুতে চলুন

আল-ফারুক মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল-ফারুক মসজিদ
২০২০ সালে আল-ফারুক মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থান৪৪২ ১৪তম স্ট্রিট
আটলান্টা
রাজ্যজর্জিয়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
স্থানাঙ্ক৩৩°৪৭′৮″ উত্তর ৮৪°২৪′৪″ পশ্চিম / ৩৩.৭৮৫৫৬° উত্তর ৮৪.৪০১১১° পশ্চিম / 33.78556; -84.40111
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ১৯৮০
সম্পূর্ণ হয়২০০৮
নির্মাণ ব্যয়১০ মিলিয়ন মার্কিন ডলার
বিনির্দেশ
ধারণক্ষমতা৫,০০০
গম্বুজসমূহ
মিনার
ওয়েবসাইট
alfarooqmasjid.org

আল-ফারুক মসজিদ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অবস্থিত একটি মসজিদ। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি দক্ষিণ-পূর্ব আমেরিকার অন্যতম বৃহত্তম মসজিদ। আটলান্টার হোম পার্কে অবস্থিত বর্তমান ভবনটির কাজ ২০০৮ সালে শেষ হয়।

ইতিহাস

[সম্পাদনা]

জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (জর্জিয়া টেক) শিক্ষার্থীসহ শহরটিতে দক্ষিণ এশিয়ার মুসলমানদের ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে ১৯৮০ সালে আটলান্টায় আল-ফারুক মসজিদটি প্রতিষ্ঠিত হয়।[] এটি ছিল শহরের প্রথম সংখ্যাগরিষ্ঠ অভিবাসী মসজিদ,[] যদিও তখন শহরটিতে আফ্রিকান-আমেরিকান মুসলমানদের জন্য বেশ কয়েকটি মসজিদ ছিল।[][] এটি জর্জিয়ার টেকের নিকটবর্তী হোম পার্কে প্রতিষ্ঠিত হয়।[] পরবর্তীতে মসজিদটি একটি কবরস্থান প্রতিষ্ঠা করে এবং ১৯৯০ সালে একটি কে-৮ স্কুল[][] এবং ১৯৯২ সালে ইসলামী পড়াশোনার উপর কেন্দ্র করে আরেকটি স্কুল চালু করে।[] আল-ফারুক পরে জর্জিয়ার নরক্রসে একটি অনুমোদিত মসজিদ প্রতিষ্ঠা করেন।[]

১৯৯৯ সালে মসজিদটিতে বেশ কয়েকটি বড় সংস্কার করা হয়[] এবং ২০০৩ সালে নতুন মসজিদ ভবনের নির্মাণকাজ শুরু হয়।[] এই ভবনটি ২০০৮ সালে সম্পূর্ণ হয় এবং এর নির্মাণব্যয় ছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার[] নতুন ভবনে দুইটি তামার গম্বুজ রয়েছে যা জেরুজালেমের কুব্বাত আস-সাখরার কথা স্মরণ করিয়ে দেয়[] এবং আনুমানিক ৫,০০০ মানুষের স্থান সংকুলান হয়।[] এছাড়াও নতুন অষ্টভূজাকৃতির ভবনটিতে একটি লম্বা মিনার ও মাশরাবিয়া-আবৃত বারান্দা রয়েছে।[] ২০১৫ সালের হিসেবে, মসজিদটির জুমার নামাজে গড়ে প্রায় ১০০০ জন অংশগ্রহণ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 Barzegar 2010, পৃ. 69।
  2. 1 2 Karim 2009, পৃ. 167।
  3. Barzegar 2010, পৃ. 68–70।
  4. Thangaraj 2015, পৃ. 47।
  5. Karim 2009, পৃ. 169।
  6. Ramey 2006, পৃ. 80।
  7. 1 2 3 4 Curiel 2015, পৃ. 63।

গ্রন্থপুঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]