আলুটিলা গুহা
আলুটিলা গুহা / মাতাই হাকর | |
---|---|
![]() আলুটিলা গুহার প্রবেশমুখ | |
অবস্থান | খাগড়াছড়ি জেলা, শহর থেকে ৭ কিলোমিটার |
স্থানাঙ্ক | ২৩°০৫′১৮″ উত্তর ৯১°৫৭′২৪″ পূর্ব / ২৩.০৮৮৩৩° উত্তর ৯১.৯৫৬৬৭° পূর্ব |
গভীরতা | ৩-৮ মিটার (২৫ ফুট) |
দৈর্ঘ্য | ১০০ মিটার |
আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা।[১] গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহাও বলা হয়। স্থানীয়রা একে বলে মাতাই হাকর।[২][৩][৪]
বর্ণনা[সম্পাদনা]
বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।[৫] সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবহমান। গুহাটি দেখতে অনেকটা ভূ-গর্ভস্থ টানেলের মত যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে হেটে যেতে হয়।
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "খাগড়াছড়ি জেলা"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "চেঙ্গী নদীর তীরে আলুটিলার গা ছমছমে গুহায়!"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩।
- ↑ "আলুটিলার সুড়ঙ্গ বা রহস্যময় সুড়ঙ্গ"। খাগড়াছড়ি জেলা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১।
- ↑ "আহা মরি মরি, অপরূপ খাগড়াছড়ি"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ জানুয়ারি ২১, ২০২৩।
- ↑ "Adventure in Hill-tracts: Khagrachori/"। বাংলাদেশ পর্যটন বোর্ড। ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫।