আলাপ:সালাম বম্বে!/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: WAKIM (আলাপ · অবদান) ১০:১৯, ২০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রাথমিক পর্যালোচনা[সম্পাদনা]

  • "শিশুদের দৈনন্দিন জীবনের ইতিহাস চিত্রায়নের মধ্য দিয়ে ভারতে সংগঠিত অপরাধচিত্র দৃশ্যায়ন করে।" এই লাইনটি আরেকটু সহজবোধ্যভাবে লেখা দরকার।
  • জাতীয় পর্যালোচনা বোর্ড পুরস্কার কে বাংলা করার দরকার নেই, এটি ইংরেজি নাম এবং এর মূল নিবন্ধ ন্যাশনাল বোর্ড অব রিভিউ অব মোশন পিকচার্স। অন্যদিকে, দ্য বেস্ট ১০০০ মুভিজ এভার মেড এটাকে বাংলা করা দরকার।
  • কয়েকটি বানান - নেবার (কথ্য ভাষায় বহুল ব্যবহৃত) > নেওয়ার, সুব্রামনিয়াম > সুব্রাহ্মণ্যম, পুনঃমুক্তি অনুচ্ছেদে প্রদর্শনি > প্রদর্শনী, বেডিফ.কম > রেডিফ.কম,
  • পরিচ্ছেদ সম্পর্কিত কিছু পরিবর্তন আনা দরকার। যেমন - নির্মাণ পরিচ্ছেদে "প্রাক-নির্মাণ", "চিত্রগ্রহণ", "নির্মাণ-পরবর্তী", "সঙ্গীত"; মুক্তি পরিচ্ছেদে কেবল "প্রাথমিক প্রদর্শনী" ও "পুনঃমুক্তি" রেখে মূল্যায়ন পরিচ্ছেদ তৈরি করে সেখানে "বক্স অফিস", "সমালোচনামূলক প্রতিক্রিয়া" ও "পুরস্কার ও মনোনয়ন" যোগ করুন।
  • বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত রেটিং মূল লেখনীর ডান পাশে থাকবে।

@Moheen: সামগ্রিকভাবে নিবন্ধটি তথ্যবহুল ও সুলিখিত। উপর্যুক্ত সংশোধনীগুলো আনা হলে নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে বিবেচিত হবে।--ওয়াকিম (আলাপ) ১০:১৯, ২০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@WAKIM:  করা হয়েছে। আর কিছু চোখে পড়লে জানাবেন। ~মহীন (আলাপ) ১৩:১০, ২২ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

চূড়ান্ত পর্যালোচনা[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী  সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

সুন্দর কাজ। সুলিখিত, তথ্যবহুল, হালনাগাদকৃত। সকল মানদণ্ড পূরণ হওয়ায় নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে  উত্তীর্ণ করা হল।--ওয়াকিম (আলাপ) ১৮:৪৮, ২৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]