বিষয়বস্তুতে চলুন

আলাপ:বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগব্যবস্থা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আজিজ কর্তৃক ৬ বছর পূর্বে "অপসারণের আপত্তি" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি

[সম্পাদনা]

পাতাটিতে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত রয়েছে। তাই দ্রুত অপসারণ না করে মানোন্নয়ন দরকার। --ইয়াহিয়া (আলাপ) ১২:৪৫, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অপসারণের আপত্তি

[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ অপসরণের কারণ উল্লেখ করা হয়েছে যে, "Wrong Heading" এই যুক্তিতে নিবন্ধ অপসরণ করার কেনও প্রয়োজনীয়তা দেখি না, শিরোনামে ভুল থাকলে স্থানান্তর করা হোক, তাই বলে সরাসরি অপসরণ করাকে কোনওভাবে সমর্থন করতে পারছি না। এছাড়া ব্যবহারকারী নতুন, তাকে সাহায্য করা হোক। ---- পরমাণু আলাপ ১৭:৪২, ২২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@আজিজ: এই বিষয়ে দুটি নিবন্ধ হয়ে গেছে (বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগব্যবস্থাভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন ব্যবস্থা)। কোনটি থাকবে আর কোনটি পুনির্নিদেশ হবে? --আফতাব (আলাপ) ২৩:৩০, ২২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ @Aftabuzzaman: ভাই, আমিও দুটো নিবন্ধের ব্যপারটা পরে খেয়াল করেছি। দ্বিতীয়টি অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন ব্যবস্থা এই নিবন্ধটি রাখা হোক কারণ এটি ইতিমধ্যে আন্তঃউইকি সংযোগ দেওয়া হয়েছে এবং নামটিও যথোপযুক্ত। আবারও ধন্যবাদ! -- পরমাণু আলাপ ০৬:০৮, ২৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন