আলাপ:বনলতা সেন (কবিতা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Engr.Rafi কর্তৃক ১০ বছর পূর্বে "বাক্য সংখ্যা" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

যেহেতু বনলতা সেন নামে জীবননান্দ দাশের একটি কবিতা এবং কাব্যগ্রন্থ আছে তাই বিভ্রান্তি এড়ানোর জন্য শিরোনাম পরিবর্তন করা যেতে পারে। যেমন এই প্রবন্ধের শিরোনাম হতে পারে বনলতা সেন(কবিতা)।--বনমালী (আলাপ) ০৭:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বাক্য সংখ্যা[সম্পাদনা]

কবিতাটির বাক্য সংখ্যা কত বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিৎ। বাক্য সংখ্যা নুন্যতম ৪ থেকে ১৮ এর অধিক হতে পারে। যদি দাড়ি ও প্রশ্নবোধক চিহ্ন বিচার করে বাক্য সংখ্যা হিসেব করা হয় তবে সর্বমোট বাক্য সংখ্যা হবে ৪টি। আবার উপর থেকে নিচের দিকে একটি একটি করে হিসেব করলে অর্থাৎ "হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে," - কে ১ "সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে" - কে ২ এইভাবে গণনা করলে বাক্য সংখ্যা হতে পারে ১৮টি। আবার কমা, সেমিকোলন হিসেব করলে ২০ এরও বেশি হতে পারে। প্রমীত বাংলায় আমরা সাধারণত দাড়ি ও প্রশ্নবোধক চিহ্ন যুক্ত বাক্যকে একটি সম্পূর্ণ বাক্য ধরে নিই। এ বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত প্রয়োজন।

তথ্যছকে আমি উপর থেকে নিচের দিকে হিসেব করে বাক্য সংখ্যা ১৮ উল্লেখ করেছি। -- Engr.Rafi (আলাপ) ১২:৫৫, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন