আলাপ:ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: MdsShakil (আলাপ · অবদান) ১৮:১৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন


‌‌ ফলাফল[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটিকে ভালো নিবন্ধের গুণাবলী অনুসরণ করে পর্যালোচনার পর ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ ঘোষণা করা হলো। @FaysaLBinDaruL: প্রধান পাতার জন্য সারাংশ তৈরি করুন —শাকিল (আলাপ · অবদান) ১৮:১৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সারাংশ[সম্পাদনা]

ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ১৯৯৩ থেকে ১৯৯৪ সালের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং (ডাব্লিউসিডাব্লিউ)-এর একটি সক্রিয় শিরোপা ছিল। এটি ডাব্লিউসিডাব্লিউ'র মালিকানাধীন ও নিয়ন্ত্রিত ছিল তথাপি শিরোপাটি ডাব্লিউসিডাব্লিউ'র কল্পিত সহায়ক সংস্থা ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল-এর সর্বোচ্চ শিরোপা হিসেবে গণ্য হতো। শিরোপাটির জন্য ডাব্লিউসিডাব্লিউ ও এবং জাপানের নিউ জাপান প্রো রেসলিংয়ের (এনজেপিডাব্লিউ)-এর বিভিন্ন অনুষ্ঠানে রক্ষার লড়াই ও প্রতিযোগিতা হতো। প্রাথমিকভাবে পেশাদার কুস্তি সংস্থা জোট ন্যাশনাল রেসলিং এলাইয়েন্স(এনডাব্লিউএ)-এর বিশ্বশিরোপা এনডাব্লিউএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হিসেবে শিরোপাটির আত্মপ্রকাশ ঘটেছিল। এই শিরোপার বেল্ট ঐতিহাসিক বিগ গোল্ড বেল্ট নামে অধিক পরিচিত। এনডাব্লিউএ-এর সদস্য হিসেবে ডাব্লিউসিডাব্লিউ'র কুস্তিগীরদের মধ্যে এই বিশ্বশিরোপার জন্য প্রতিযোগিতা ও লড়াই অনুষ্ঠিত হতো। ১৯৯৩ সালে ডাব্লিউসিডাব্লিউ এনডাব্লিএ-এর সদস্যতা ত্যাগ করে। এ প্রেক্ষাপটে এনডাব্লিউএতাদের বিশ্বশিরোপার প্রতিযোগিতা ও লড়াই নিয়ন্ত্রণে ডাব্লিউসিডাব্লিউ-এর ক্ষমতা প্রত্যাহার করে। এসময় শিরোপা বেল্টটি ব্যবহারের জন্য একটি কল্পিত বিকল্প প্রচারসংস্থা তৈরি ও নতুন করে ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নামকরণ করা হয়েছিল। বাকি অংশ পড়ুন...