আলাপ:কৃষ্ণ কান্ত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কৃষ্ণ/কৃষাণ[সম্পাদনা]

ভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা সহ বিভিন্ন নিবন্ধে নামটি কৃষ্ণ কান্ত আছে। হিন্দি উইকিপিডিয়াতেও তেমন আছে। কিন্তু ব্যক্তি পাঞ্জাবি। পাঞ্জাবি & ইংরেজি উইকিপিডিয়ায় নামটি কৃষাণ কান্ত। @অর্ণব & @আফতাব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।-- আবরার‌ ১৬:৩০, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Arabi Abrar পাঞ্জাবি ভাষায় (গুরুমুখী লিপিতে) ঋ-কার নেই। বানানটি দেখলাম ক্রিশন কান্ত। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৪৬, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি শরদিন্দুদাকে উল্লেখ করলাম। উনি আমার থেকে ভালো বলতে পারবেন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:০০, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার ব্যক্তিগত মত হল, বাংলায় ক্রিশন উচ্চারণ হয় না, লেখাও হয় না। আমাদের মূল ভাষায় অক্ষর অনুসারে ক্রিশন রাখা উচিত হবে না। বাংলায় প্রচলিত বানান অনুসারে লেখা উচিত। নিবন্ধের শিরোনাম কৃষ্ণ/কৃষাণ দুটোর একটি হওয়া উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৭, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Arabi Abrar এইখানে দেখুন [১] পাঞ্জাবিতে কৃষ্ণকে ক্রিশান লেখা হয়। তো সেইভাবে দেখতে গেলে নিবন্ধ শিরোনাম কৃষ্ণকান্ত (পদবী রাম না-ও রাখা যেতে পারে) রাখা যায়‌ - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৩:৫১, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে মূল‌ শিরোনাম কৃষ্ণ কান্তই থাকুক। কৃষাণ কান্ত & ক্রিশন কান্ত পুননির্দেশনা থাকবে।-- আবরার‌ ১৭:২৩, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]