আলাপ:কানাড়া ব্যাঙ্ক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতে তথা পশ্চিমবঙ্গে CANARA BANK কানাড়া ব্যাঙ্ক বানান বাংলায় লেখা হয়। ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের দস্তাবেজেও বানান কানাড়া ব্যাঙ্ক। সুতরাং পরিবর্তন ঠিক করা উচিত হয়নি।— ‎ Lakshmikanta Manna (আলাপঅবদান) ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@কুউ পুলক: ভারতে ব্যাঙ্ক বানান প্রচলিত। এই ব্যাংকের নামও সেখানে ব্যাঙ্ক লেখা হয়। এই নিবন্ধের জন্য পূর্বের নামটাই থাকা উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৭, ৩১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান দয়া করে আপনি করে দিন। আমি তো পারছি না। আমার রোলব্যাক অধিকার নেই। -- ━ কুউ পুলক (আলাপ) ১৯:৫২, ৩১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]