আলাপ:আজিজুল হক (শায়খুল হাদিস)/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: ওহিদ (আলাপ · অবদান) ২০:২০, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা করা হবে। -- ওহিদ (আলাপ) ২০:২০, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

  • "যা ছিল" → "যা হওয়া দরকার":
  1. বাংলাদেশ বাংলাদেশ; বাদ দেওয়া হল MOS:FLAGBIO অনুযায়ী
  2. (১৯৭১ – ২০১২) → (১৯৭১–২০১২); MOS:SMALL অনুযায়ী

-- ওহিদ (আলাপ) ১১:৪৭, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]


@MdsShakil: ওয়াইস আল কারনী ভাই ওনার আলাপ পাতায় দুটি নিবন্ধ পর্যালোচনা আমাকে করে দিতে বললেন তাই করে দিচ্ছি। পর্যালোচনায় কিছু ভুল হয়েছে? বা কোন অসুবিধা রয়েছে এতে? -- ওহিদ (আলাপ) ১১:৪৭, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ প্রস্তাবনা পাতায় নিবন্ধটি ছিল না —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৯, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: পতাকা ব্যবহার করা উচিত নয়৷ en:WP:INFOBOXFLAG দেখুন। — আদিভাইআলাপ১৪:৩৪, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অসংখ্য ধন্যবাদ! -- ওহিদ (আলাপ) ১৫:১০, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নাম পরিবর্তন[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


  • @Owais Al Qarni: আপনি নিবন্ধের নামে ব্র্যাকেটে ওনারই আরেক নাম লিখেছেন, যেটা আমার মনে হয় না লেখা ঠিক হবে। কারণ গুগলে ওনার বাংলা knowledge panel-এর নীচে ওনারই নাম "শায়খুল হাদিস", যেটা আসলে হওয়া উচিত "রাজনীতিবিদ" অথবা "ওলামা"। গুগল উইকিপিডিয়া থেকে নিবন্ধের নামের যদি ব্র্যাকেটে থাকে, তাহলে সেখানে লেখা তথ্য fetch করে (বেশিরভাগ সময়)। তাই যতদূর সম্ভব আমাদের ব্র্যাকেটে কিছু লেখা থেকে বিরত থাকা উচিত; যেহেতু এক্ষেত্রে দ্ব্যর্থতা নিরসন পাতা তৈরি হচ্ছে তাই আপনি হয় 'রাজনীতিবিদ' অথবা 'ওলামা' লিখতে পারেন। এক্ষেত্রে আপনারও মন্তব্য শুনতে আগ্ৰহী। -- ওহিদ (আলাপ) ১৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে আজিজুল হক নামে প্রচুর মানুষ রয়েছেন। তার মধ্যে ওনার চেয়ে বড় রাজনীতিবিদ আছেন। যেমন: আজিজুল হক (রাজনীতিবিদ), আবার ওনার চেয়ে বড় আলেমও আছেন, যেমন: আজিজুল হক (মুফতি), এটাও আমার ভালো নিবন্ধ বানানোর ইচ্ছা আছে। আবার আরও অনেক আজিজুল হক আছে, যাদের নামে আমার নিবন্ধ লেখার ইচ্ছা আছে। কিন্তু সবার মাঝে ওনি হাদিসের শিক্ষক বা শায়খুল হাদিস হিসেবে পরিচিত, যেটা দ্বিতীয় কারও নেই। সেজন্য এই নামটা ইউনিক।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:২০, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে, তাহলে এটাই থাক। -- ওহিদ (আলাপ) ১৮:২৭, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটিকে ভালো নিবন্ধের গুণাবলী অনুসরণ করে পর্যালোচনা করার পর ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ ঘোষণা করা হলো। -- ওহিদ (আলাপ) ১৮:২৭, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]