আর্থার বাসনায়েক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্থার বাসনায়েক (১ অক্টোবর ১৯২৫ - অক্টোবর ২০১৫) একজন শ্রীলঙ্কান কূটনীতিবিদ ছিলেন। তিনি ভারতে সিলনের হাইকমিশনার, মিয়ানমার ও জাপানে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ছিলেন।

সেন্ট জোসেফ কলেজ, কলম্বো এবং সিলন বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত যেখানে তিনি ভূগোল নিয়ে পড়েন। তিনি ১৯৪৯ সালের অক্টোবরে সিলন ওভারসিজ সার্ভিসে যোগদান করেন, যিনি প্রথম পাঁচজনের মধ্যে একজন হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ পান। এরপর তাকে রেঙ্গুনে এবং তারপর অফিসিয়াল সেক্রেটারি হিসেবে রোমে তাকে নিয়োগ দেওয়া হয়। [১] এরপর তাকে নিউইয়র্কে জাতিসংঘে সিলোনিজ মিশনের প্রথম সচিব হিসেবে নিযুক্ত করা হয়। এরপর তিনি যুক্তরাজ্যে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ওয়াশিংটন, নয়াদিল্লি এবং লন্ডনে সিলোনিজ দূতাবাসে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত, বসনায়েক কলম্বোতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের পররাষ্ট্র বিষয়ক মহাপরিচালক ছিলেন। এই যোগ্যতায় তিনি ১৯৭৬ সালের আগস্ট মাসে কলম্বোতে জোট নিরপেক্ষ আন্দোলনের ৫ম শীর্ষ সম্মেলন আয়োজনে প্রধান ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৭ সালে ভারতে সিলনের হাই কমিশনার নিযুক্ত হন এবং ১৯৭৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি মিয়ানমার ও জাপানে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওভারসিজ সার্ভিস থেকে অবসর নেওয়ার পর তিনি নাগোয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হিসেবে কাজ করেন।

তিনি দামিনী বিক্রমাসিংহকে বিয়ে করেছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Ceylon Civil List 1954। Ceylon Government Press। ১৯৫৪। পৃষ্ঠা 83। 
  2. De Silva, Leelananda। "Arthur Basnayake An outstanding diplomat"। Sunday Times। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১