কূটনৈতিক পদমর্যাদা
অবয়ব
কূটনৈতিক পদমর্যাদা (ইংরেজি: Diplomatic rank) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ অর্থে, একটি দেশের কূটনৈতিক মিশনে অবস্থানকারী সরকারী ও বেসরকারী ব্যক্তিবর্গের পদমর্যাদাকেই কূটনৈতিক পদমর্যাদা নামে অভিহিত করা হয়ে থাকে। ১৯৬১ সালে অষ্ট্রিয়ার ভিয়েনাতে কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত একটি সম্মেলনে কূটনৈতিক মিশনের পদমর্যাদা সর্ম্পকে বলা হয়েছে।
সাধারণ ইউরোপীয় কূটনৈতিক পদমর্যাদা
[সম্পাদনা]১৮১৫ সালের কংগ্রেস অব ভিয়েনার মাধ্যমে কূটনৈতিক পদমর্যাদার গুরুত্ব দেয়া হয়।
- রাষ্ট্রদূত
- বিশেষ ক্ষমতা সম্পন্ন মন্ত্রী ও বিশেষ কূটনৈতিক প্রতিনিধি
- চার্জ দ্য অ্যাফেয়ার্স
আধুনিক কূটনৈতিক পদমর্যাদা
[সম্পাদনা]১৯৬১ সালের ভিয়েনা সম্মেলনে আধুনিক কূটনৈতিক পদমর্যাদা নির্ধারন করা হয়।
- রাষ্ট্রদূত
- উপরাষ্ট্রদূত, কূটনৈতিক মন্ত্রী
- চার্জ দ্য অ্যাফের্য়াস
এছাড়াও নিম্নোক্ত শব্দগুলো ব্যবহার করা হয় -
ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের হাই কমিশনার বলা হয়ে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ড: মিজানুর রহমান, পলল প্রকাশনী, ঢাকা। ২০১০
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |