বিষয়বস্তুতে চলুন

আমি মারের সাগর পাড়ি দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি মারের সাগর পাড়ি দেব হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি কালজয়ী গান (রবীন্দ্রসঙ্গীত)।[] এটি একটি পূূজা[] পর্যায়ের গান হলেও, দেশাত্মবোধক[] গান হিসেবেও খ্যাত। এটি রচিত হয়েছিল ৩০ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দে (১৪ জানুয়ারি, ১৯২২ খৃষ্টাব্দ)। এর স্বরলিপিকার হলেন অনাদিকুমার দস্তিদার।[][]

গানের কথা

[সম্পাদনা]

আমি    মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে

আমার  ভয়ভাঙা এই নায়ে ॥

         মাভৈঃ বাণীর ভরসা নিয়ে   ছেঁড়া পালে বুক ফুলিয়ে

তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে ॥

         পথ আমারে সেই দেখাবে যে  আমারে চায়--

আমি    অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়।

         দিন ফুরালে, জানি জানি,   পৌঁছে ঘাটে দেব আনি

আমার  দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে ॥


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব। "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাঙালি সংস্কৃতিচর্চার আহ্বান"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Rabindranath Tagore - Songs - পূজা - আমি মারের সাগর (ami marer sagar pari deba)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০ 
  3. "Song ami marer sagor pari | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০