আমানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমানি (আরও বলা হয় কাঁজি) হচ্ছে পান্তাভাতের জলীয় অংশ। সিদ্ধ চাল ঠান্ডা করে পরিষ্কার পানিতে ছয় ঘন্টার বেশি সময় সিক্ত রাখলে আমানি তৈরী হয়।[১] আমানি নববর্ষের আদিম উপাদান।[২]

আমানি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান। এটি প্রধানত কৃষকের পারিবারিক অনুষ্ঠান। চৈত্র মাসের শেষদিনের সন্ধ্যারাতে গৃহকর্তী এক হাড়ি পানিতে স্বল্প পরিমাণ অপক্ব চাল ছেড়ে দিয়ে সারারাত ভিজতে দেন এবং তার মধ্যে কচি আমের পাতাযুক্ত ডাল বসিয়ে রাখেন। দিয়ে দেন পহেলা বৈশাখের সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্তী সেই হাড়ির পানি সারা ঘরে ছিটিয়ে দেন। সেই ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের কচি পাতা হাঁড়ির পানিতে ভিজিয়ে পরে বাড়ির সকলের গায়ে ছিটিয়ে দেন। তাদের বিশ্বাস, এতে বাড়ির সকলের কল্যাণ হবে। নতুন বছর হবে সুখ, শান্তি ও সমৃদ্ধির। এ অনুষ্ঠান এখন খুব একটা দেখা যায় না।

বুৎপত্তি[সম্পাদনা]

ড. মুহম্মদ এনামুল হক ‘আমানি’ শব্দটির উদ্ভব নিরূপণ করতে গিয়ে বলেছেন, ‘আমানি’ শব্দটি আমপানীয় অথবা অম্লপানী এই দুই প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকে উৎপত্তি।[২]

ঐতিহাসিক ভিত্তি[সম্পাদনা]

সাহিত্য[সম্পাদনা]

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্য গ্রন্থে একটি বিষয় ব্যাখ্যা দিতে আমানি সম্পর্কে বলেন,[৩]

দুঃখ করো অবধান,

দুঃখ করো অবধান,

আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান।

আমানি খাবার গর্ত দেখাইয়া দারিদ্র্য সপ্রমাণ করার মধ্যে কতকটা নাট্যনৈপুণ্য থাকিতেও পারে, কিন্তু ইহার মধ্যে কাব্যরস কোথায়? দুটো ছত্র, কবিত্বে সিক্ত হইয়া উঠে নাই; ইহার মধ্যে অনেকখানি আমানি আছে, কিন্তু কবির অশ্রুজল নাই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নাগিব, বাহার (১৪ এপ্রিল ২০১৯)। "পহেলা বৈশাখ: পান্তা ভাতের পুষ্টিগুণ সম্পর্কে যে তথ্য না জানলেই নয়"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "বাংলা নববর্ষ উত্সবের উদ্ভব ও জাতীয় উৎসবে রূপান্তর"দৈনিক ইত্তেফাক। ১৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
  3. কাব্য: স্পষ্ট এবং অস্পষ্ট (১৯৫৮)। সাহিত্যরবীন্দ্রনাথ ঠাকুর। ২ বঙ্কিম চট্টোপাধ্যায় ষ্ট্রীট। কলিকাতা: বিশ্বভারতী গ্রন্থালয়। পৃষ্ঠা পৃ. ১৬৯।