আব্দুল হাকিম (রাজনীতিবিদ)
আব্দুল হাকিম | |
---|---|
কুমিল্লা-১৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ১ অক্টোবর ২০০১ | |
পূর্বসূরী | এ কে এম আবু তাহের |
উত্তরসূরী | এ কে এম আবু তাহের |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আবদুল হাকিম মিয়া ১৯২৯ বাগমারা গ্রাম, বরুড়া উপজেলা, কুমিল্লা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৩ মার্চ ২০১৪ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আবদুল হাকিম মিয়া (১৯২৯-২০১৪) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, শিল্পপতি ও কুমিল্লা-৭ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য।[১]
জন্ম ও পারিবারিক জীবন
[সম্পাদনা]আব্দুল হাকিম ১৯২৯ কুমিল্লা জেলায় বরুড়া উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আলী বেপারী। তার ৩ ছেলে ও ৩ মেয়ে।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]আব্দুল হাকিম ছাত্রজীবন থেকে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদের সরকারের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ সালে তিনি মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] সর্বশেষ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে কুমিল্লা-৭ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৩]
১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন।[৩]
মৃত্যু
[সম্পাদনা]আব্দুল হাকিম ২৩ মার্চ ২০১৪ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "আবদুল হাকিম (কুমিল্লা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কুমিল্লার সাবেক সাংসদ আব্দুল হাকিমের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ মার্চ ২০১৪। ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।