আব্দুল বায়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক
আব্দুল বায়েস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
১৯৯৮ – ২০০১
পূর্বসূরীআলাউদ্দিন আহম্মদ
উত্তরসূরীজসিম উদ্দিন আহমদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৯
চাঁদপুর
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থী
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

আব্দুল বায়েস (জন্ম: ১৯৪৯) একজন বাংলাদেশি শিক্ষাবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আব্দুল বায়েস ১৯৪৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

আব্দুল বায়েস দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। ১৯৭৫ সালে জাবিতে শিক্ষক হিসেবে যোগদেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। ১৯৯৮ সালে ধর্ষণবিরোধী আন্দোলন ও ছাত্র ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনের কারণে সরকার তৎকালীন উপাচার্য আলাউদ্দিন আহমেদকে অপসারণ করলে সহ-উপাচার্য আবদুল বায়েস উপাচার্য হন। ২০০১ সালে সরকার তাকে অপসারণ করেন। অপসারিত হওয়ার পর তিনি পুনরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][২]

তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক পদে অধিষ্ঠিত ছিলেন: ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সামাজিক বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, সিন্ডিকেট এবং সিনেট সদস্য।

তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

বর্তমানে ব্রাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সাহিত্য চর্চা[সম্পাদনা]

আব্দুল বায়েস অর্থনীতিসহ বিভিন্ন বিষয়শয়ে প্রায় ৪০টি গ্রন্থ রচনা করেছেন। আন্তর্জাতিক জার্নালে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দেশের জাতীয় দৈনিকগুলোতে প্রবন্ধ-নিবন্ধ লিখে থাকেন।

গ্রন্থ[সম্পাদনা]

তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:

  • রঙ্গরসে অর্থনীতি
  • অর্থনীতির রাজা অর্থনীতির প্রজা
  • বিশ গেরামের গল্প
  • উপাচার্য উপাখ্যান
  • নন্দিত নগরে

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "উপাচার্য–কথা—১ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের চেয়ার যেখানে নড়বড়ে"দৈনিক প্রথম আলো। ১৮ অক্টোবর ২০১৬। ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩ 
  2. দৈনিক বণিক বার্তা, ১৬ অক্টোবর ২০১৬
  3. অধ্যাপক, আব্দুল বায়েস (২০১৯)। উপাচার্য উপাখ্যানবাংলাদেশ: পাঞ্জেরী পাবলিকেশন্স। পৃষ্ঠা ১২০। আইএসবিএন 9789846342284