আবু নঈম শেখ
অধ্যাপক ড. আবু নঈম শেখ | |
---|---|
প্রথম উপাচার্য | |
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০২২ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬৩ (বয়স ৬০–৬১) রাওনাট, কাপাসিয়া, গাজীপুর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিয়োটো বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
আবু নঈম শেখ (জন্ম: ১৯৬৩) একজন বাংলাদেশী গণিতবিদ ও শিক্ষাবিদ। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের অধ্যাপক এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি ১৯৬৩ সালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]নঈম শেখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এম. ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]আবু নঈম শেখ তিন দশকের বেশি সময় ধরে অধ্যাপনা ও গবেষণায় নিয়োজিত থেকেছেন। এর পাশাপাশি তিনি ডুয়েটের সিন্ডিকেট ও অর্থ কমিটি সদস্য, ছাত্রকল্যাণ পরিচালক, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভিজিটিং ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেন।[৪]
আবু নঈম শেখ ২০২২ সালের ১৪ জুন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৫]
প্রকাশনা
[সম্পাদনা]দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি আবু নঈম"। ইত্তেফাক। ১৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- ↑ "সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. নঈম শেখ"। বাংলাদেশ জার্নাল। ১৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- ↑ "সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন নঈম শেখ"। ঢাকা টাইমস। ১৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- ↑ "সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. নঈম"। যুগান্তর। ১৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- ↑ "সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য পেল"। আরটিভি নিউজ। ১৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- ↑ "সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. নঈম শেখ"। সমকাল। ১৪ জুন ২০২২। ১৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।