আবুল খায়ের (বিধায়ক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবুল খায়ের বিধায়ক
Member of the Union Parliament from Maungdaw South
কাজের মেয়াদ
১৯৫৬ – ১৯৬২
President of the Maungdaw Township Council
কাজের মেয়াদ
১৯৫৫ – ১৯৫৬
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলAnti-Fascist People's Freedom League

আবুল খায়ের ছিলেন ব্রিটিশ বার্মার পুলিশ অফিসার যিনি পরে বার্মার ইউনিয়নের পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

খায়েরের জন্ম বার্মার আরাকান বিভাগের (বর্তমানে রাখাইন রাজ্য, মিয়ানমার ) আকায়ব জেলার মংডু শহরে। তিনি ইম্পেরিয়াল পুলিশ ফোর্স (একবার ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশের অংশ), বুথিডং এ দায়িত্ব পাল করেন।

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

খায়ের ১৯৫৫ সালে মংডুর জনপদ কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। বার্মার প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল অ্যান্টি-ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ তাকে মনোনীত করেছিলেন। ১৯৫6 সালের বার্মিজ সাধারণ নির্বাচনের সময় তিনি মংডু দক্ষিণ থেকে ইউনিয়ন সংসদে নির্বাচিত হন। [১] তিনি রোহিঙ্গা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট ভাগ পেয়েছেন। খায়ের আরাকান বিভাগ জুড়ে স্কুল ও পরীক্ষা কেন্দ্র স্থাপনে কাজ করেছিলেন।

খায়র আরাকানের রাজ্য সম্পর্কে আলোচনায় জড়িত ছিলেন। [২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy" (পিডিএফ)। ২০১২-১০-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৫ 
  2. "The Remarks of Mr Abul Bashor and Mr. Abul Khair on Arakan's Statehood"। ৪ সেপ্টেম্বর ২০১৬। ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।