শব্দীয় বর্ণমালা লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আবুগিদা থেকে পুনর্নির্দেশিত)
সংস্কৃত ফ্রেজ

শব্দীয় বর্ণমালা লিপি হচ্ছে এমন লিপি পদ্ধতি যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আলাদা হয়ে থাকে, আর প্রতিটি অক্ষরের পরিচিতি তার স্বরের মূল্যের ভিত্তি হয়। বর্ণমালা পরিচয়ে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আলাদা করে তালিকাভুক্ত করা থাকে। শব্দীয় বর্ণমালা লিপিগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হল, প্রতিটি স্বরবর্ণের বৈশিষ্ট্যসূচক চিহ্ন থাকে এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণের একটি সহজাত স্বরশব্দ পূর্বনির্ধারিত থাকে। এই বিষয়ে শব্দীয় বর্ণমালা লিপি পদ্ধতির বিপরীতে অশব্দীয় বর্ণমালা লিপি পদ্ধতি।

শব্দীয় বর্ণমালা লিপিগুলির তালিকা[সম্পাদনা]

পৃথিবীর লিখন পদ্ধতির প্রকারগুলি
শব্দীয় বর্ণমালা লিপিঅশব্দীয় বর্ণমালা লিপিধ্বনিক বর্ণমালা লিপিধ্বনিদলভিত্তিক লিপিঅর্ধ-শব্দলিপিচিত্রাক্ষর লিপিআব্জাদ লিপিসংখ্যা পদ্ধতি