আবদুল মান্নান তালুকদার
আব্দুল মান্নান তালুকদার | |
|---|---|
| সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৬ | |
| পূর্বসূরী | গাজী আতাউর রহমান |
| উত্তরসূরী | গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ মার্চ ১৯৩৬ সিরাজগঞ্জ |
| মৃত্যু | ১৮ জুলাই ২০২৫ (বয়স ৮৯) ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি |
| সন্তান | রাহিদ মান্নান লেনিন [১] |
আব্দুল মান্নান তালুকদার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র নির্বাহী সদস্য এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (পরপর চার বার) সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪][৫][৬]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]তৎকালীন ব্রিটিশ শাসন আমলের সম্ভ্রান্ত মুসলিম জমিদার কাটার মহল পরগনার প্রতিষ্টাতা মুন্সি আব্দুর রহমান তালুকদার এর বংশধর জমিদার ফজলার রহমান তালুকদার এর পঞ্চম সন্তান আব্দুল মান্নান তালুকদার ২'ই মার্চ ১৯৩৬ সালে সিরাজগঞ্জ জেলার ধুবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]আব্দুল মান্নান তালকদার ১৯৫৪ মেট্রিক পাশের পর সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে তাঁর রাজনৈতিক অধ্যায় শুরু হয়। ১৯৫৪ সালের সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রসংসদ নির্বাচনে "সমাজ সেবা সম্পাদক" পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্ররাজনীতির পাশাপাশি নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। ১৯৫৭ সাল থেকে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার পূর্ব পর্যন্ত তিনি প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। পরবর্তীতে তিনি ব্যবসায় মননিবেশ করেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে অত্র অঞ্চলে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম ব্যবসা প্রতিষ্ঠানের নাম ছিল "সোনালী আঁশ"। অত্র ব্যবসায় প্রতিষ্ঠানটি ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সুনামের সহিত সিরাজগঞ্জ জেলায় ব্যবসায় পরিচালিত করেন।
সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার সাধারণ জনগনের ও বিএনপি নেতা-কর্মীদের অনুরোধে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেই তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিপুল সংখ্যক ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সভাপতি, বর্তমানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য। তিনি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ট, জুন ১৯৯৬ সপ্তম ও ২০০১ সালের অষ্টম (পরপর চার বার) জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪][৫][৭] ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি।[৮][৯][১০][১১]
২০২৫ সালের ১৮ জুলাই ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিয়ের পর অহনার ব্যস্ততা"। banglanews24.com। ২১ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪।
- 1 2 "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "বিএনপিতে আবদুল মান্নান তালুকদার আওয়ামী লীগে মিলন নাকি নতুন মুখ | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- ↑ BanglaNews24.com। "রায়গঞ্জের প্রার্থীতে সিরাজগঞ্জ-৩ এর 'ভাগ্য'"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "আবদুল মান্নান তালুকদার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- ↑ "সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের আজিজ বিএনপির মান্নান"। মানবজমিন। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- ↑ "সিরাজগঞ্জ-৩ আসনে জমে উঠেছে রাজনীতিবিদ ও চিকিৎসকের লড়াই | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- ↑ "সিরাজগঞ্জ-৩ আসন দখলে মরিয়া আ.লীগ- বিএনপি"। somoynews.tv। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- ↑ bdnews24.com। "সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার আর নেই"। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার আর নেই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পঞ্চম জাতীয় সংসদ সদস্যদের তালিকা (১৯৯১) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৯-১৭ তারিখে –জাতীয় সংসদ
- ষষ্ঠ জাতীয় সংসদ সদস্যদের তালিকা (ফেব্রুয়ারি ১৯৯৬) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৯-১৫ তারিখে –জাতীয় সংসদ
- সপ্তম জাতীয় সংসদ সদস্যদের তালিকা (জুন ১৯৯৬) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৪ তারিখে –জাতীয় সংসদ
- অষ্টম জাতীয় সংসদ সদস্যদের তালিকা (২০০১) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৯-১৮ তারিখে –জাতীয় সংসদ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |