আব্দুল গফুর ভুরগরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আবদুল গফুর ভুরগরী থেকে পুনর্নির্দেশিত)
আবদুল গফুর ভুরগরী
عبدا لغفورڀرڳڙي
عبدل غفور بھرگڑی
জন্ম
আবদুল গফুর ভুরগরী

(১৯২১-০১-০১)১ জানুয়ারি ১৯২১
গ্রাম গোলাম নবী ভুগরি, উপজেলা শাহাদতকোট, জেলা শাহাদতকোট, সিন্ধু, পাকিস্তান
মৃত্যু১০ ফেব্রুয়ারি ২০১৫(2015-02-10) (বয়স ৯৪)
জাতীয়তাপাকিস্তানি
অন্যান্য নামভুরগরি
মাতৃশিক্ষায়তনআলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বোম্বাই বিশ্ববিদ্যালয়
পেশাআইনজীবী, লেখক।
কর্মজীবন১৯৪১-২০১৫
ওয়েবসাইটwww.bhurgri.com

আব্দুল গফুর ভুরগরী (সিন্ধি: عبدا لغفورڀرڳڙي ) (জানুয়ারী ১৯২১ - ১০ ফেব্রুয়ারি ২০১৫), তিনি লারকানা পাকিস্তানের একজন আইনজীবী, লেখক এবং রাজনীতিবিদ ছিলেন।[১][২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

আব্দুল গফুর ভুরগরী ১ জানুয়ারি ১৯২১ গুলাম নবি ভুরগ্রি, তালুকা শাহদাদকোট গ্রামে জন্ম হয় । [তথ্যসূত্র প্রয়োজন] তাঁর বাবা আবদুল জলিল ভুরগরী একজন সরকারী কর্মচারী ছিলেন এবং কৃষিকাজও করতেন। [তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা[সম্পাদনা]

ভুরগরী প্রাথমিক শিক্ষা শাহদাদকোটে এবং ম্যাট্রিক পাস করেন মাদ্রাসা উচ্চ বিদ্যালয়, লারকানা থেকে। বোম্বাই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিকারপুর সি ও এস কলেজ থেকে স্নাতকোত্তর করার পরে তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে[১][২] পড়াশুনা করেন তিনি ১৯৪২ থেকে ১৯৪৬ সালের মধ্যে পার্সিয়ান ভাষায় এলএলবি এবং স্নাতকোত্তর লাভ করেন।[১][২]

পেশাগত জীবন[সম্পাদনা]

পড়াশোনা শেষ করার পরে তিনি ১৯৪৭ সালে আইন অনুশীলন শুরু করেন।[৩] প্রথমদিকে তিনি ফৌজদারি মামলাও অনুশীলন করেছিলেন তবে পরবর্তীকালে তিনি কেবল দেওয়ানী মামলায় মনোনিবেশ করেছিলেন। [তথ্যসূত্র প্রয়োজন]

১৯৯৫-৯৬ এবং ১৯৯৬–৯৭ সালের নির্বাচনের আগে তিনি হাইকোর্ট আইনজীবী সমিতির দু'বার আহ্বায়ক এবং ১৯৮৯ সালে জেলা আইনজীবী সমিতির বিনা প্রতিদ্বন্দ্বী সভাপতি ছিলেন। [তথ্যসূত্র প্রয়োজন]

তার ছাত্রদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি রানা ভগবানদাস,[৪] প্রাক্তন আইন সম্পাদক প্রকাশ লাল, মুহাম্মদ বাচাল টুনিও, আবদুল হামিদ ভুরগরি (অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হাইকোর্ট লারকানো)। [তথ্যসূত্র প্রয়োজন]

সাংবাদিকতা[সম্পাদনা]

তিনি কখনও কখনও ইনসাফ পত্রিকার পক্ষে লিখেছিলেন।[৫]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

ছাত্র রাজনীতি

ছাত্রজীবনে তিনি কয়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর একজন সত্য সৈনিক হিসাবে মুসলিম লীগে যোগ দিয়েছিলেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সিএন্ডএস কলেজ শিকারপুরে তৎকালীন বোম্বাই বিশ্ববিদ্যালয়, মুসলিম ছাত্র ফেডারেশন গঠনের মাধ্যমে এবং এর সভাপতি হন। প্রথম থেকেই তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন।[৬]

মুসলিম লিগ

তিনি মুসলিম লীগ থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন[৪] এবং মুসলিম লীগ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিন্ধু কাজী ফজলুল্লাহ উবায়দুল্লাহ এবং ভুরগরীর সাথে তাঁর রাজনৈতিক যোগসূত্র ছিল এবং খুহরোর শেষ দিনগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুহাম্মদ আইয়ুব খুহরোর সাথেও সম্পর্ক গড়ে ওঠে।[৭]

সম্পাদক আল সিন্ধ আদাবি সম্মেলন

তিনি কেবল মুসলিম লীগের মঞ্চ থেকে রাজনীতিতে অংশ নেননি, তিনি জামায়াত শোয়ারা-ই-সিন্ধুর পতাকার নিচে সাহিত্যমূলক কর্মকাণ্ডেও তাঁর সময় ব্যয় করেছিলেন এবং লারকানায় সাহিত্য সম্মেলন আয়োজনে মূল ভূমিকা পালন করেছিলেন।[৭]

১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত যখন লারকানায় অল সিন্ধ আদাবী সম্মেলন আহ্বান করা হয়েছিল তখন তিনি এর সেক্রেটারি ছিলেন।

রাষ্ট্রপতি লারকানা পৌর

১৯৫৩ সালে, ৩২ বছর বয়সে তিনি লারকানা পৌর কমিটির প্রথম নির্বাচিত সভাপতি হন।

১৯৬০ সালে তিনি সিন্ধি আদবী বোর্ডের সদস্য এবং ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত জিন্নাহ সিটিজেন ক্লাব, লারকানার সভাপতি মনোনীত হন।[১][৮]

পাকিস্তান পিপলস পার্টি

১৯৭৬ সালে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দেন, দলে যোগদানের পরপরই তিনি উপ-সাধারণ সম্পাদক সিন্ধু নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি পিএস -১১ (শাহদাদকোট উপজেলা) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। জনগণের সমস্যা সমাধানের জন্য আবদুল গাফুর ভুগরির জন্য আল-মুর্তজা লারকানায় পিপিপির একটি বিশেষ সেল তৈরি করা হয়েছিল এবং এটি বিশ্বাস করা হয় যে প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর একটি ঘনিষ্ঠ সহায়তা ছিল।

কারাবাস

ভুগরি ১৯৭৮ ও ১৯৮৭ সালে পাঁচবার কারাবরণ করেছিলেন।[৮]

জাতিসংঘ

তিনি ১৯৮৩ এবং ১৯৯৫ সালে সংযুক্ত জাতির পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন।[৮]

সরকার

১৯৮৪ সালে তিনি সিন্ধুর[৮] রাজস্ব ও সংস্কৃতি মন্ত্রী হন, ১৯৯৫ সালে তিনি ইতিহাস ও সংস্কৃতি মন্ত্রকের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন।

সাহিত্যের অবদান[সম্পাদনা]

শাহ আবদুল লতিফ ভিটাই চেয়ার, করাচি বিশ্ববিদ্যালয় দ্বারা প্রকাশিত[৯], www.bghurgri.com থেকে অনলাইনে অনুলিপি পান।

  • সাথ ধনরি সরওয়ারন (ساٿ ڻ ڻئ سرواڻ) সিন্ধি ভাষায়, কায়দ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহর জীবন নিয়ে লেখা বই।
  • জুলফিকার আলী ভুট্টো: প্রাক্তন প্রধানমন্ত্রী মোহতারমা বেনজির ভুট্টোর পূর্বসূরিত এসজেবিআইবিএস দ্বারা প্রকাশিত বইয়ের পাকিস্তান ফ্যালকন,[১০] বইটিতে জুলফিকার আলী ভুট্টোর জীবন বর্ণনা করা হয়েছে
  • গুজরি জে ওয়ায়া, বলুন জামান যাদ পায়া, (گزئ جئ وئا ، سئ زمانا یاد বল) সিন্ধি ভাষায়, এটি আবদুল গাফুর ভুরগরির স্বতঃ জীবনী।

মরণ[সম্পাদনা]

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি লারকানায় তাঁর বাড়িতে, ৯৪ বছর বয়সে মারা যান। [তথ্যসূত্র প্রয়োজন] জানাজার নামাজের দরগাহ হুসেনাবাদ (কাম্বার) এর সৈয়দ গোলাম হুসেন শাহ বুখারী নেতৃত্বে ছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে, উচ্চ আদালত এবং লারকানার নিম্ন আদালতে অস্থায়ীভাবে কাজ বন্ধ ছিল।[১]

আরো দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Newspaper's Staff Correspondent। "Writer Abdul Ghafoor Bhurgari passes away"dawn.com। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  2. Online Indus। "Pakistan Movement's worker Abdul Ghafoor Bhurghri passes away in Larkana"onlineindus.com। ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯ 
  4. "Rana Bhagwandas dies of cardiac arrest at 73"Live News Pakistan। ৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  5. "Archived copy"। ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯ 
  7. http://www.dawn.com/news/1162768
  8. "Archived copy"। ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫ /
  9. "Shah Abdul Latif Bhitai Chair"uok.edu.pk। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  10. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯