আবদুল কুদ্দুস
অবয়ব
আবদুল কুদ্দুস বা আব্দুল কুদ্দুস (আরবি: عبد القدوس) মুসলিম পুরুষদের ব্যবহৃত একটি নাম। এটি আবদ (বান্দা) এবং আল-কুদ্দুস (নিষ্কলুষ, অতি পবিত্র)-এর সমন্বয়ে গঠিত।[১]
এই নাম দ্বারা বুঝানো হতে পারে:
- আব্দুল কুদ্দুস (পণ্ডিত) – ইসলামি পণ্ডিত
- আবদুল কুদ্দুস (বীর প্রতীক)–বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
- আব্দুল কুদ্দুস (পঞ্চগড়ের রাজনীতিবিদ), পঞ্চগড়-১ সাবেক আসনের সংসদ সদস্য
- আব্দুল কুদ্দুস (নাটোরের রাজনীতিবিদ), নাটোর-৪ আসনের সংসদ সদস্য
- আবদুল কুদ্দুস খান–পাকিস্তানি সন্ত্রাসী
- আবদুল কুদ্দুস মাখন–সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য (১৯৭৩)
- আবদুল কুদ্দুস বয়াতি–লোকসঙ্গীত শিল্পী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এস. এ. রহমান (২০০১)। A Dictionary of Muslim Names (ইংরেজি ভাষায়)। নয়াদিল্লি: Goodword Books।