আফগানিস্তান এ ক্রিকেট দল
অবয়ব
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | শহীদুল্লাহ |
কোচ | হাস্তি গুল |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ২০১৩ |
স্বাগতিক মাঠ | গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, গ্রেটার নয়ডা, ভারত |
ধারণক্ষমতা | n/a |
আফগানিস্তান এ ক্রিকেট দল আফগানিস্তানের প্রতিনিধিত্বকারী একটি জাতীয় ক্রিকেট দল। এটি আন্তর্জাতিক আফগান ক্রিকেটের 'দ্বিতীয়-স্তর', সম্পূর্ণ আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নিচে। আফগানিস্তান এ দ্বারা খেলা ম্যাচগুলিকে একদিনের আন্তর্জাতিক হিসাবে বিবেচনা করা হয় না, পরিবর্তে লিস্ট এ শ্রেণীবিভাগ প্রাপ্ত হয়। তাজিকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ২০১৩ সালের ডিসেম্বরে তাদের প্রথম ম্যাচ ছিল।[১] [২] ২০১৭ সালে, তারা জিম্বাবুয়ে এ ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলেছিল।[৩]
জুলাই ২০১৭ সালে, অস্ট্রেলিয়া এ প্রত্যাহার করার পরে, তারা দক্ষিণ আফ্রিকা এ দল ত্রি-সিরিজে যোগ হয়েছিল।[৪] [৫] তারা ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিল, বাংলাদেশ এ-এর বিপক্ষে দুটি প্রথম-শ্রেণীর এবং পাঁচটি ৫০-ওভারের ম্যাচ খেলে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Administrator। "Tajikistan Tours Afghanistan"। asiancricket.org।
- ↑ "Matches played by Afghanistan A"। Cricket Archive। ২৮ জানুয়ারি ২০১৭। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "Zimbabwe A prepares to host Afghanistan A"। Wisden India। ২৩ জানুয়ারি ২০১৭। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৭।
- ↑ "Players withdraw from Australia A tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
- ↑ "Afghans to replace Aussies in SA"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
- ↑ "Afghanistan A in Bangladesh 2019"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯।