বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক মাতৃভাষা পদক বিজয়ীদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক মাতৃভাষা পদক
প্রথম পুরস্কৃত২০২১
সর্বশেষ পুরস্কৃত২০২৫
ওয়েবসাইটwww.imli.gov.bd

আন্তর্জাতিক মাতৃভাষা পদক বাংলাদেশ সরকার প্রবর্তিত একটি বেসামরিক সম্মান। মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি সরূপ বাংলাদেশ সরকার ২০২১ সাল হতে জাতীয় ও আন্তর্জাতিক শ্রেনীতে এই পদকের প্রবর্তন করে। প্রতি দুইবছর পরপর এই পদক প্রদান করা হয়। ২০২১ সাল হতে পদক প্রাপ্তদের তালিকা:-

২০২১ সালে ৩ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়।[]

ক্রম নাম শ্রেনী দেশ অবদান সূত্র
মুহাম্মদ রফিকুল ইসলাম জাতীয় বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পর্যায়ে মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশ। [][]
মথুরা বিকাশ ত্রিপুরা বাংলাদেশ বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ।
ইসমাইলভ গুলম মিরজায়েভিচ আন্তর্জাতিক উজবেকিস্তান উজবেকিস্তান উজবেক ভাষার চর্চার প্রসার, সংরক্ষণ ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে গবেষণা।
অ্যাক্টিভিজমো লেঙ্গুয়াস বলিভিয়া বলিভিয়া লাতিন ভাষাভাষী অঞ্চলের আদিবাসীদের মাতৃভাষা, পুরনো ভাষাগুলোর সংরক্ষণ, প্রসার ও গবেষণা।

২০২৩ সালে ৩ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়।[]

ক্রম নাম শ্রেনী দেশ অবদান সূত্র
হাবিবুর রহমান জাতীয় বাংলাদেশ বাংলাদেশ বেদে জনগোষ্ঠীর মাতৃভাষা 'ঠার' ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশ। [][]
রনজিত সিংহ বাংলাদেশ বাংলাদেশ মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশ।
মাহেন্দ্র কুমার মিশ্র আন্তর্জাতিক ভারত ভারত বহু ভাষায় শিক্ষা কার্যক্রম।
ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন কানাডা কানাডা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

২০২৫ সালে ২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়।[]

ক্রম নাম শ্রেনী দেশ অবদান সূত্র
আবুল মনসুর মুহম্মদ আবু মুসা জাতীয় বাংলাদেশ বাংলাদেশ মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশ। []
বাংলাদেশ দূতাবাস প্যারিস বাংলাদেশ বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে নেতৃস্থানীয় ভূমিকা।
জোসেফ ডেভিড উইন্টার আন্তর্জাতিক যুক্তরাজ্য যুক্তরাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন তিন গুণী ও এক প্রতিষ্ঠান | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ২০২১-০২-১৯। ২০২১-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 
  2. "প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০২-১৮। ২০২১-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 
  3. "Rising Voices' Activismo Lenguas initiative receives International Mother Language Award"গ্লোবাল ভয়েসেস (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-২২। ২০২১-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২২ 
  4. "মাতৃভাষা পদক গ্রহণ করলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"দৈনিক ইনকিলাব। ২০২৩-০২-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১২ 
  5. "মাতৃভাষা পদক পাচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুরসহ তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"প্রথম আলো। ২০২৩-০২-২০। ২০২৩-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১২ 
  6. "আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ পাচ্ছেন যারা"দ্য ডেইলি স্টার। ২০২৫-০২-১৬। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০৩ 
  7. "'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' পেল তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৫-০২-২১। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০৩