আনসারু
অবয়ব
জামায়াতু আনসার আল মুসলিমিন ফি বিলাদিস সুদান (আনসারু) | |
---|---|
Vanguard for the Protection of Muslims in Black Africa | |
নেতা | |
মুখপাত্র | আবু জাফর |
অপারেশনের তারিখ | ২০০৯- বর্তমান |
সদরদপ্তর | বর্নো, নাইজেরিয়া |
সক্রিয়তার অঞ্চল | নাইজেরিয়া |
মতাদর্শ | |
আকার | ২,০০০-৩,০০০ (২০১৩) |
এর অংশ |
|
বিপক্ষ | |
খণ্ডযুদ্ধ ও যুদ্ধ | বোকো হারাম বিদ্রোহ |
আনসারু বা জামায়াতু আনসার আল মুসলিমিন ফি বিলাদিস সুদান হল নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে সক্রিয় একটি জিহাদি গোষ্ঠী।[১] গোষ্ঠীটি আনসারু নামেই সর্বাধিক পরিচিত এবং সাধারণভাবে এটিকে আল-কায়েদা ইন দ্য ল্যান্ডস বিয়ন্ড দ্য সাহেল নামে ডাকা হয়। [২] প্রাথমিকভাবে এটি বোকো হারামের একটি দল হিসাবে উদ্ভূত হয়ে; কিন্তু ২০১২ সালে দলটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়ে যায়। ২০১৫ সাল থেকে আনসারু বেশিরভাগই নিষ্ক্রিয় থাকে। তবে এর সদস্যরা এখনো তাদের সংগঠনের প্রচার চালিয়ে যাচ্ছেন। গ্রুপটি অঘোষিতভাবে আল কায়েদার একটি শাখা বলে ধারণা করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ICG 2014।
- ↑ Magnus Taylor (২৪ অক্টোবর ২০১৩)। "Expert interview: Jacob Zenn – On terrorism and insurgency in Northern Nigeria"। African Arguments। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮।