বিষয়বস্তুতে চলুন

আদিত্য কুমার মান্ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদিত্য কুমার মান্ডি
জন্ম১৯৭৩/৭৪[]
জাতীয়তাভারতীয়

আদিত্য কুমার মান্ডি হলেন একজন ভারতীয় সাঁওতালি সাহিত্যিক। তিনি ২০১১ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কর্মরত আছেন।[]

জীবনী

[সম্পাদনা]

আদিত্য কুমার মান্ডির বয়স যখন ১২ বছর তখন তার পরিবারকে একঘরে করা হয়েছিল। কেননা, তার বাবা অন্য কৃষকের কাছ থেকে দুই বিঘা জমি খরিদ করেছিল।[] তাদের রীতি অনুসারে, তারা শুধু পূর্বপুরুষদের জমির মালিক হতে পারে। এরপর, বাঁকুড়া জেলার বুরুঘুটু গ্রামে বসবাসকারী তার পরিবারকে দুর্ভোগের সম্মুখীন হয়। তারা কারো সাথে কথা বলতে পারত না। এমনকি, তাদেরকে গ্রামে অবস্থিত কুয়া থেকে পানি সংগ্রহ কর‍তে পারত না। এছাড়া, কেড়ে নেওয়া হয় তাদের জমি। একদিন তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। এরপর, তার বাবা আর ফিরে আসেন নি। তার মতে, এই ঘটনা তাকে লেখালেখি আরম্ভ করতে উদ্বুদ্ধ করেছে।[]

আদিত্য কুমাত মান্ডি রচিত প্রথম কবিতা আম দো ওখাল কা[] তার রচিত বাঞ্চাও লারহাই কাব্যগ্রন্থের জন্য তিনি ২০১১ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[] ২০১২ সাল পর্যন্ত তার রচিত ১৪ টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, তার মধ্যে একটি আত্মজীবনীও বিদ্যমান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sahitya Akademi awardee is a CISF constable"The Indian Express। ২৪ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  2. "CISF observes 43rd Raising Day"The Times of India। ১১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  3. "AKADEMI AWARDS (1955-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯