আগ্নেয় শিলা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
আগ্নেয় শিলা (ইংরেজি Igneous Rock) এক প্রকার কঠিন শিলা। আগ্নেয় এবং রূপান্তরিত শিলাগুলি অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০-৯৫% অংশ তৈরি করে।[১]
গঠন প্রক্রিয়া[সম্পাদনা]
সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে[২]। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন-ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Prothero, Donald R. (২০০৪)। Sedimentary geology : an introduction to sedimentary rocks and stratigraphy। Schwab, F. L. (২য় সংস্করণ)। New York: W.H. Freeman। আইএসবিএন 0-7167-3905-4। ওসিএলসি 52127337।
- ↑ "কিভাবে আগ্নেয় শিলা গঠিত হল"। ২৬ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০০৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |