আগিয়াঠুরি রেলওয়ে স্টেশন

স্থানাঙ্ক: ২৬°১২′৩.২০″ উত্তর ৯১°৪১′৯.৬৪″ পূর্ব / ২৬.২০০৮৮৮৯° উত্তর ৯১.৬৮৬০১১১° পূর্ব / 26.2008889; 91.6860111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগথরি রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানগুয়াহাটি, আসাম
ভারত
স্থানাঙ্ক২৬°১২′৩.২০″ উত্তর ৯১°৪১′৯.৬৪″ পূর্ব / ২৬.২০০৮৮৮৯° উত্তর ৯১.৬৮৬০১১১° পূর্ব / 26.2008889; 91.6860111
উচ্চতা৫২ মিটার (১৭১ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
প্ল্যাটফর্ম
রেলপথ
সংযোগসমূহঅটো স্ট্যান্ড
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংনাই
সাইকেলের সুবিধানাই
অন্য তথ্য
অবস্থাএকক ডিজেল চালিত রেলপথ
স্টেশন কোডAGT
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ রাঙ্গিয়া রেলওয়ে বিভাগ
বৈদ্যুতীকরণনা
অবস্থান
আগথরি আসাম-এ অবস্থিত
আগথরি
আগথরি
আসামের মানচিত্র #ভারতের মানচিত্র
আগথরি ভারত-এ অবস্থিত
আগথরি
আগথরি
আসামের মানচিত্র #ভারতের মানচিত্র

আগথোরি রেলওয়ে স্টেশন হল গুয়াহাটি, আসামের একটি ছোট রেলওয়ে স্টেশন।এর কোড হল AGT। এটি গুয়াহাটি শহর পরিসেবা প্রদান করে। স্টেশনটি ২টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত এবং এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির পাশে অবস্থিত।

স্টেশনটি বারাউনি-গুয়াহাটি লাইনের নিউ বোঙ্গাইগাঁও-গুয়াহাটি বিভাগে অবস্থিত। এটি ১৩.৯ কিমি দূরত্বে অবস্থিত গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে।

এটি প্রায় ৬৮৬ লাইনের মাধ্যমে ভারতের কন্টেইনার কর্পোরেশনের আমিনগাঁও কন্টেইনার ডিপো[১] এর সাথেও সংযুক্ত। 

স্টেশনটি বর্তমানে কোনো দূরপাল্লার ট্রেন সেবা দেয় না এবং কেবল যাত্রীবাহী ট্রেন সেবা চলে, যা নিম্নরূপ:-

  • 55801/55802 মানস রাইনো প্যাসেঞ্জার
  • 55753/55754 শিফুং প্যাসেঞ্জার
  • 55801/55810 গুয়াহাটি-নতুন বঙাইগাঁও প্যাসেঞ্জার

স্টেশনটি উত্তর গুয়াহাটি, আমিনগাঁও এবং হাজো অঞ্চলে পরিষেবা দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ICD, Amingaon CONCOR, India"। ২৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২