অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শালৌ ওয়াটার ক্রাফট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেণি'র সারাংশ
নাম: এএসডব্লিউ-এসডব্লিউসি
নির্মাতা:

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স

কোচিন শিপইয়ার্ড
ব্যবহারকারী:  ভারতীয় নৌবাহিনী
পূর্বসূরী: অভয় শ্রেণি
পরিকল্পিত: ১৬
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: কর্ভেট
ওজন: ৭০০ টন
দৈর্ঘ্য: ৭০ মিটার (২৩০ ফু)
প্রস্থ: ১০.২ মিটার (৩৩ ফু)
গভীরতা: ২.৭ মিটার (৮.৯ ফু)
গতিবেগ: ২৫ নট (৪৬ কিমি/ঘ)+
সীমা: ১৪ নট (২৬ কিমি/ঘ) গতিতে ১,৮০০ নটিক্যাল মাইল (৩,৩০০ কিমি)
লোকবল: ৫০ জন সৈনসহ ৭০ জন

এএসডব্লিউ-এসডব্লিউসি কর্ভেট হল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ও কোচিন শিপইয়ার্ড (সিএসএল) এর কাছে ভারতীয় নৌবাহিনীর জন্য অর্ডার করা ডুবোজাহাজ-বিধ্বংসী জাহাজ। এগুলি ৭০০ টন ওজন বিশিষ্ট এবং বর্তমানে সেবায় নিয়জিত অভয়-শ্রেণির কর্ভেটগুলিকে প্রতিস্থাপন করবে।[১]

ইতিহাস[সম্পাদনা]

২০১৩ সালের ডিসেম্বর মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (এমওডি) ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সালের মধ্যে কমিশন প্রাপ্ত রাশিয়া-নির্মিত অভয়-শ্রেণির করভেটগুলি প্রতিস্থাপনের জন্য ১৩,৪৪০ কোটি ডলার (১.৯ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে অগভীর জলের ডুবোজাহাজ-বিধ্বংসী জাহাজ ক্রয়ের অনুমোদন প্রদান করে।[২][৩]

২০১৪ সালের জুন মাসে "ক্রয় এবং মেক ইন্ডিয়া" উদ্যোগের অধীনে এমওডি লার্সন অ্যান্ড টুব্রো, এবিজি শিপইয়ার্ড, পিপাভা শিপইয়ার্ড, গোয়া শিপইয়ার্ড এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স এবং ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বেসরকারী খাতের শিপইয়ার্ডগুলিকে একটি দরপত্রের জন্য আহ্বান করে।

২০১৭ সালের অক্টোবর মাসে কোচিন শিপইয়ার্ড ও গার্ডেনরিচের উত্থান হয় যথাক্রমে এল১ এবং এল২ বিডার হিসাবে। তারা প্রত্যেকে ৮ টি করে জাহাজ তৈরি করবে।[১][৪][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Make in India: Government shipyards win Rs 12,000 crore deal to supply 16 ASW craft to Navy"। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১৭ 
  2. Bhatnagar, Gaurav Vivek (২০১৩-১২-২৪)। "Four major acquisitions for the Navy and the Army approved"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১৭ 
  3. "MoD clears Navy plans to get 16 shallow-water anti-sub vessels", The Tribune, ২৫ ডিসেম্বর ২০১৩, সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৫ 
  4. "Cochin Shipyard surges 11% on bagging Indian Navy order"The Economic Times। ২০১৭-১০-১০। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১৭ 
  5. Reporter, S. I. (২০১৭-১০-১০)। "Cochin Shipyard up 10% as it wins order worth Rs 5400 cr from Indian Navy"Business Standard India। সংগ্রহের তারিখ ২০১৭-১০-১৭ 
  6. Bureau, Our (২০১৮-০১-১৬)। "Garden Reach Shipbuilders set to win ₹5,400-crore Navy order"The Hindu Business Line (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]