অ্যাটম (লেখা সম্পাদক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাটম
ম্যাকওসে অ্যাটম লেখা সম্পাদক
ম্যাকওসে অ্যাটম লেখা সম্পাদক
উন্নয়নকারীগিটহাব (মাইক্রোসফটের অধীনস্ত)
প্রাথমিক সংস্করণ২৬ ফেব্রুয়ারি ২০১৪; ১০ বছর আগে (2014-02-26)[১]
স্থিতিশীল সংস্করণ
১.৪১.০[২] / ২৩ অক্টোবর ২০১৯; ৪ বছর আগে (2019-10-23)
পূর্বরূপ সংস্করণ
১.৪২.০-বেটা০[৩] / ২৩ অক্টোবর ২০১৯; ৪ বছর আগে (2019-10-23)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতইলেকট্রন (ব্যাক-এন্ড), কফিস্ক্রিপট / জাভাস্ক্রিপ্ট/লেস / এইচটিএমএল (ফ্রন্ট-এন্ড/ইউআই)
অপারেটিং সিস্টেমগ্নু লিনাক্স, ম্যাকওএস, এবং মাইক্রোসফট উইন্ডোজ[৪]
আকার৮৭–১৪৫ এমবি
উপলব্ধইংরেজি
ধরনউৎস কোড সম্পাদক, আইডিই
লাইসেন্সএমআইটি লাইসেন্স (মুক্ত সফটওয়্যার)
ওয়েবসাইটatom.io উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অ্যাটম (ইংরেজি: Atom) গিটহাবের উন্নয়নকৃত গ্নু লিনাক্স, ম্যাকওএস, এবং উইন্ডোজের জন্য একটি ফ্রি ও ওপেন সোর্স লেখা সম্পাদক, এবং উৎস কোড সম্পাদক, যেটি নোড জেএসে লেখা তৃতীয় পক্ষের প্লাগইন সমর্থন করে ও যাতে গ্রত্থিত গিট সমর্থন রয়েছে রয়েছে। অ্যাটম ওয়েব প্রযুক্তি ব্যবহার করে বানানো একটি ডেস্কটপ অ্যাপলিকেশন। এর বিস্তৃত অধিকাংশ প্যাকেজই মুক্ত সফটওয়্যার লাইসেন্সের অধীনে নিবন্ধিত এবং কম্যুনিটি কর্তৃক নির্মিত এবং নিয়ন্ত্রিত। অ্যাটম পূর্বের পরিচিত অ্যাটম শেল, বর্তমানে ইলেক্ট্রনের উপর ভিত্তি করে নির্মিত, যেটি ক্রোমিয়াম ও নোড-জেএস ব্যবহার করে ক্রস প্ল্যাটফর্ম ডেস্কটপ অ্যাপলিকেশন নির্মানে সহায়তা করতে একটি ফ্রেমওয়ার্ক।

অ্যাটম বেটা সংস্করণ থেকে প্রথম ২০১৫ সালের ২৫ জুন ১.০ সংস্করণ হিশেবে প্রকাশিত হয়। এটি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে পরিপূর্ণভাবে পরিবর্তন করা যায়।

প্যাকেজসমূহ[সম্পাদনা]

অন্য অনেক কনফিগারেবল লেকা সম্পাদকের মত, অ্যাটমও ব্যবহারকারীকে তৃতীয় পক্ষের প্যাকেজ ও থিমসমূহ ইন্সটলের সুযোগ প্রদান করে যেটি সম্পাদকের বৈশিষ্ট্য ও লুক পরিবর্তনে সাহায্য করে। প্যাকেজসমূহ অ্যাটমের প্যাকেজ ব্যবস্থাপক apm -এর মাধ্যমে ইন্সটল, ব্যবস্থাপনা, ও প্রকাশ করা যায়।

প্রোগ্রামিং ভাষা সমর্থন[সম্পাদনা]

অ্যাটমেট ডিফল্ট প্যাকেজসমূহ নিচের প্যাকেজ এবং ফাইল ফরম্যাটসমূহতে সিনট্যাক্স হাইলাইটিং সমর্থন করে:

লাইসেন্স[সম্পাদনা]

প্রথমদিকে, বাহ্যিক প্যাকেজসমূহ, এবং অ্যাটমের মূলের অংশ নয় এমন যেকোন কিছু মুক্ত সোর্স লাইসেন্সের অধীনে প্রকাশিত হতো। ৬ মে ২০১৪ সালে, অ্যাটমের বাকী অংশ, এর কোর অ্যাপলিকেশন, প্যাকেজ ব্যবস্থাপক, এবং এর ডেস্কটপ ফ্রেমওয়ার্ক ইলেক্ট্রন এমআইটি লাইসেন্সের অধীনে মুক্ত ও ওপেন সোর্স সফটওয়্যার হিশেবে প্রকাশিত হয়। [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাটমের পরিচয়"অ্যাটম। ৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫ 
  2. "অ্যাটম মুক্তিসমূহ"। অ্যাটম.। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯ 
  3. "মুক্তিসমূহ – atom/atom"। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯ 
  4. "একাবিংশ শতাব্দীর একটি হ্যাকয‌োগ্য লেখা সম্পাদক"অ্যাটম 
  5. "atom-ide-racket"Atom। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 
  6. "Atom Is Now Open Source"Atom। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]