অর্চনা শর্মা
অর্চনা শর্মা | |
---|---|
জন্ম | অর্চনা শর্মা ১৭-১০-১৯৮৬ |
অন্যান্য নাম | ঐশিকা শর্মা |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৮—২০১৪ |
দাম্পত্য সঙ্গী | রবি কুমার |
অর্চনা শর্মা, বা ঐশিকা শর্মা, একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। উনি কলিউড (তামিল), টলিউড (তেলগু) ও মলিউডের (মালায়লম) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৯ সালের তোঝিতে উনি প্রথম অভিনয় করেন। ২০১১ সালের শান্তি আপ্পুরাম নিত্য-তেও উনি কাজ করেন। বর্তমানে আইএসবিআর চেন্নাইতে উনি এমবিএ করছেন। [১] শান্তি আপ্পুরাম নিত্য-তে ওনার আকর্ষণীয় অভিনয়ের জন্য প্রচুর দর্শক ওনার ভক্ত হয়ে পরে।
পেশা[সম্পাদনা]
অর্চনার পরিবার বিহারের বাসিন্দা। বেঙ্গালুরুতে ওনার জন্ম হয় এবং চেন্নাই আসবার পূর্বে উনি মুম্বাইতে বসবাস করেন।[১] অভিনেত্রী হওয়ার পূর্বে উনি মডেলিং করতেন। উনি চল্লিশের অধিক বিজ্ঞাপনে কাজ করেছেন, যেমন চেন্নাই এবং কেরালাতে ফ্রান্সিস আলুক্কাস জুয়েলারি এন্ড টেক্সটাইলস্, আরএমকেভি, ইউনিভারসেল মোবাইল, সিটি ইউনিয়ন ব্যাংক এবং পিজিয়ন কুকার।[২]
অর্চনা মার্শাল আর্টে প্রশিক্ষিত এবং ব্লাক বেল্ট অর্জন করেছেন।[২] উনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম শিল্পী।[২]
পরিচালক এলাঙ্গো লক্ষণন এর তামিল ছায়াছবি তোঝি তে অর্চনা শর্মা প্রথম অভিনেত্রী রূপে আত্মপ্রকাশ করেন।[৩] শান্তি আপ্পুরাম নিত্য চলচ্চিত্রে উনি শারীরিকভাবে আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে উনি এস. এ. চন্দ্রশেখরের ভেলুতু কাট্টু [৪] ও জয় আকাশের অত্তিগাই ছায়াছবিতে অভিনয় করেন।[৫] আর. পি. পটনায়িক এর ফ্রেন্ডস বুক চলচ্চিত্রের মাধ্যমে উনি তেলগু সিনেমাতে পা রাখেন।[৬]সেকন্ড ইনিংস ওনার প্রথম মালায়লম ছায়াছবি।[৬] উনি পার্বতী মারিয়া কলম্বাস নামক একটি চরিত্রে অভিনয় করেন যে মনু মাধব বলে একজনের প্রেমে পড়ে। মনু মাধবের চরিত্রে অভিনয় করেন রাজীব পিল্লাই।[৭] পিরমাদেতে একটি গানের দৃশ্যগ্রহণের সময় উনি এবং ওনার সহশিল্পী রাজীব পিল্লাই পাহাড় থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন।[৮]
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
সাল | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৯ | তোঝি | সারন্য | তামিল | দ্বারকা রূপে |
২০১০ | পুঝাল | রীতা | তামিল | |
ভেলুতু কাট্টু | জননী | তামিল | ||
২০১১ | অমসভেনি | তামিল | ||
শান্তি আপ্পুরাম নিত্য | শান্তি | তামিল | ||
ওত্তিগাই | নাজারাত | তামিল | ||
রামনাথপুরম | তামিল | |||
২০১২ | নিশ্চলা | তেলগু | ||
ফ্রেন্ডস বুক | নিত্য | তেলগু | ||
ম্যাঙ্গো | তেলগু | |||
২০১৩ | সেকন্ড ইনিংস | পার্বতী মারিয়া কলম্বাস | মালায়লম |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Ayshickka Sharma | Actress Ayshickka Sharma | RP Patnaik Facebook | Sarathkumar - Interviews"। CineGoer.com। ২০১১-১২-২৫। ২০১৩-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ ক খ গ "Ayshickka Sharma Interview"। Business of Tollywood। ২০১১-১০-২২। ১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ "Cinema Plus / Columns : Bihar beauty"। The Hindu। ২০০৯-০৫-২২। ২০০৯-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ "New songs, new faces"। The Hindu। ২০১০-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ s.r. ashok kumar (২০১১-০৭-৩১)। "The end"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ ক খ "Ayshickka to make her M-Town debut - Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ২০১৩-০৩-১৭। ২০১৩-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ Vijay George (২০১৩-০৪-১১)। "Turning a new leaf"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
- ↑ "The actual stunts that we do involve more risks - Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ২০১৩-০৫-০৩। ২০১৩-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৮।
![]() |
একজন ভারতীয় অভিনেতা বা অভিনেত্রী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |