অরুণোদয় সিং
অবয়ব
অরুণোদয় সিং | |
---|---|
জন্ম | সিধি, মধ্যপ্রদেশ, ভারত | ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৯-বর্তমান |
উচ্চতা | ১.৯৩ মিটার |
অরুণোদয় সিং (জন্ম: ১৭ ফেব্রুয়ারি, ১৯৮৩) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তার প্রথম অভিনীত সিনেমা ছিল সিকান্দার ২০০৯ সালে মুক্তি পায়। এরপর অরুণোদয়কে সুধীর মিশ্র'র ইয়েহ শালী জিন্দেগী (২০১১), পূজা ভাট''র [[জিস্ম ২]] (২০১২), ডেভিড ধাওয়ান'র ম্যায় তেরা হিরো(২০১৪), মহেঞ্জোদারো (২০১৬) এবং থ্রিলার ফিল্ম পিজা তে দেখা গেছে।
প্রাক এবং ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অরুণোদয় ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলার চুরহাতে। তারা প্রপিতামহ অর্জুন সিং ছিলেন ভারতীয় রাজনীতিবিদ এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী।
কর্মজীবন
[সম্পাদনা]২০০৯ সালে সিকান্দারে অভিনয়ের মাধ্যমে অরুনোদয়ের চলচ্চিত্র জীবন শুরু হয়।
চলচ্চিত্রগ্রাফি
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | নোট |
---|---|---|---|
2009 | Sikandar | Zahageer কাদির | |
2010 | আয়েশা | Dhruv সিং | |
2010 | Mirch | Maanav | |
2011 | Yeh Saali সিনেমা | Kuldeep | মনোনীত সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা স্ক্রিন পুরস্কার |
2012 | মহিলা 2 | Ayaan ঠাকুর | |
2013 | Ek Bura আদমি | Munna সিদ্দিকী | |
2014 | প্রধান তেরা হিরো | অঙ্গদ Negi | |
2014 | পিজা | জনাব গোস্ট | |
2014 | Ungli | রিকি | |
2015 | Mr. X | এসিপি Bharadwaj | |
2016 | বুদ্ধ একটি ট্রাফিক জ্যাম | বিক্রম পণ্ডিত | |
Mohenjo Daro | Moonja | ||
ভাইসরয় এর ঘর (চলচ্চিত্র)ভাইসরয় এর হাউস | |||
2017 | 1971: সীমানা অতিক্রম | লেফটেন্যান্ট কর্নেল শরীফ রানা | চিত্রগ্রহণ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "No reservations"। Indian Express। ২৫ জুলাই ২০০৯।
- ↑ "Arunoday all set"। The Times of India। ২৭ জুলাই ২০০৯। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭।