অভিষেক সিংভী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিষেক সিংভী
ভারত অর্থনৈতিক সামিটে সিংভী, ২০০৮
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ এপ্রিল ২০১৮
রাষ্ট্রপতি
হাউসের চেয়ারম্যান
পূর্বসূরীতপন কুমার সেন (CPI(M))
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০০৬ – ২ এপ্রিল ২০১৮
পূর্বসূরীরাম জেঠমালানি
উত্তরসূরীমদন লাল সায়নী (BJP)
সংসদীয় এলাকারাজস্থান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৫৯ (বয়স ৬৫)
যোধপুর, রাজস্থান, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীঅনিতা সিংভী
সম্পর্কলক্ষ্মী মল সিংভী (পিতা)
সন্তান2
প্রাক্তন শিক্ষার্থীদিল্লি বিশ্ববিদ্যালয় (BA)
Trinity College, Cambridge (MA, PhD)
Harvard University (PIL)
জীবিকাSenior Advocate
ওয়েবসাইটwww.drabhisheksinghvi.com

অভিষেক মনু সিংভী (জন্ম ২৪ ফেব্রুয়ারি ১৯৫৯) একজন ভারতীয় সিনিয়র আইনজীবী এবং রাজনীতিবিদ। রাজনীতিবিদ হিসেবে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী ভারতের সংসদের একজন বর্তমান সদস্য। এছাড়াও তিনি কংগ্রেসের একজন মুখপাত্র।[১] তিনি ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একজন।[২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

সিংভির জন্ম মাড়োয়ারি পরিবারে।[৩] তাঁর পিতা লক্ষ্মী মল সিংভী জৈন ইতিহাস ও সংস্কৃতির একজন পণ্ডিত ছিলেন।[৪] তিনি একজন প্রখ্যাত আইনজীবী এবং যুক্তরাজ্যে ভারতের প্রাক্তন হাইকমিশনার ছিলেন। তিনি রাজ্যসভায় নির্বাচিত হন (১৯৯৮-২০০৪)। তার মায়ের নাম কমলা সিংভী।

সেন্ট কলম্বাস স্কুল থেকে তিনি তার স্কুল শেষ করেন। তিনি সেন্ট স্টিফেন কলেজ, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ(অনার্স), এমএ, পিএইচডি, পিআইএল ডিগ্রি অর্জন করেন। সিংভী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইনজীবী স্যার উইলিয়াম ওয়েডের অধীনে পিএইচডি সম্পন্ন করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার ডক্টরেট গবেষণার বিষয় ছিল জরুরী ক্ষমতার উপর।[৫][৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সিংভী গজল এবং সুফি গায়িকা অনিতা সিংভীকে বিয়ে করেছেন। তাদের দুই ছেলে আছে।[৭] ২০১৪ সালে আয়কর নিষ্পত্তি কমিশন তাকে ৫৭ কোটি জরিমানা করে তার অফিস চালানোর জন্য ব্যয়ের দাবির সমর্থনকারী নথিপত্র সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য।[৮]

পদে অধিষ্ঠিত ছিলেন[সম্পাদনা]

সিংভী ৩৭ বছর বয়সে ১৯৯৭ সালে ভারতের সর্বকনিষ্ঠ অতিরিক্ত সলিসিটর জেনারেল হন।[৯] তিনি ১৯৯৮ সাল পর্যন্ত এক বছরের জন্য এই পদে অধিষ্ঠিত ছিলেন।

২০০১ এর পর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্রের দায়িত্ব পালন করেন।

এপ্রিল ২০০৬-এ রাজ্যসভায় নির্বাচিত হন।

আগস্ট ২০০৬ - মে ২০০৯ এবং আগস্ট ২০০৯ - জুলাই ২০১১ সদস্য, কর্মী, জন অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত কমিটি।

আগস্ট ২০০৬ - আগস্ট ২০০৭ সদস্য, লাভ সদস্যের অফিসের যৌথ কমিটি, লাভ সদস্যের অফিস সম্পর্কিত সাংবিধানিক এবং আইনগত অবস্থান পরীক্ষা করার জন্য যৌথ কমিটি, নগর উন্নয়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটি

সেপ্টেম্বর ২০০৬ - সেপ্টেম্বর ২০১০ সদস্য, বিশেষাধিকার কমিটি

জুলাই ২০১০ এর পর থেকে সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য

জুলাই ২০১১ এর পর থেকে চেয়ারম্যান, কর্মী কমিটি, জনঅভিযোগ, আইন ও বিচার সদস্য, সাধারণ উদ্দেশ্য কমিটি।

জুলাই ২০১২ এর পর থেকে বর্তমানে কংগ্রেস দলীয় মুখপাত্র।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cong calls for stern action"The Times of India। ২০ অক্টোবর ২০০৯। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Roy, Debayan (১৮ মে ২০১৮)। "The Growing Importance of Being Abhishek Manu Singhvi: Man Fronting Congress' Legal Troubles"News18। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০ 
  3. Taknet, D. K. (২০১৬)। The Marwari Heritage (ইংরেজি ভাষায়)। IntegralDMS। পৃষ্ঠা 254। আইএসবিএন 9781942322061 
  4. "Pay tribute to L M Singhvi"The Times of India। ৬ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯ 
  5. "Detailed Profile - Dr. Abhishek Manu Singhvi - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India"। ২৩ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১১ 
  6. "Congress' Abhishek Manu Singhvi quits party, Parliament posts"NDTV। ২৫ সেপ্টেম্বর ২০১২। 
  7. "Abhishek Singhvi's son weds Vadilal Group's Aastha Gandhi in a star-studded ceremony"The Economic Times। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 
  8. "Tax trouble: Abhishek Manu Singhvi faces Rs 57 crore fine"The Times of India। ১২ নভেম্বর ২০১৪। 
  9. Mahapatra, Dhananjay (৯ জানুয়ারি ২০১০)। "India's top 10 lawyers"The Times of India। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭ 
  10. "Abhishek Singhvi back as Congress spokesperson"News18। ২ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]