অভিষেক পোরেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিষেক পোরেল
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-10-17) ১৭ অক্টোবর ২০০২ (বয়স ২১)
চন্দননগর, পশ্চিমবঙ্গ, ভারত
ব্যাটিংয়ের ধরনবাঁহাতি
ভূমিকাউইকেট-রক্ষক ব্যাটার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০২২–বর্তমানবাংলা
২০২৩-বর্তমানদিল্লি ক্যাপিটালস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ১৬
রানের সংখ্যা ৬৯৫ ৫৪ ৫৫
ব্যাটিং গড় ৩০.২১ ৫৪.০০ ৯.১৬
১০০/৫০ ০/৬ ০/১ ০/০
সর্বোচ্চ রান ৭৩ ৫৪ ২০*
ক্যাচ/স্ট্যাম্পিং ৫৮/৮ ২/২ ৪/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৬ এপ্রিল ২০২৩৬ এপ্রিল ২০২৩

অভিষেক পোরেল একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। তিনি একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান যিনি বাঁ-হাতি ব্যাট করেন।

পোরেল ২০২২/২৩ মৌসুমের শেষ পর্যন্ত ষোলটি প্রথম-শ্রেণীর ম্যাচে খেলেছেন। তিনি ৬৬ ব্যাটারকে আউট করেছেন ৫৮টি ক্যাচ এবং আটটি স্টাম্পড। তিনি অক্টোবর ২০২৩ থেকে ১৪টি টি-টোয়েন্টিতেও খেলেছেন (পাঁচটি ক্যাচ)।[১] [২]

ঘরোয়া ক্রিকেট[সম্পাদনা]

প্রথম শ্রেণী[সম্পাদনা]

২০২১–২২ রঞ্জি ট্রফি তে তার বাংলা দলের হয়ে অভিষেক ঘটে। মরসুমে ৩ টি অর্ধশত রান করেন। বাংলা দল সেই মরসুমে সেমিফাইনালে পৌঁছায়।

২০২২–২৩ রঞ্জি ট্রফি তে মরসুমে ২ টি অর্ধশত রান করেন। বাংলা দল সেই মরসুমে ফাইনালে পৌঁছায়।

২০২৩–২৪ রঞ্জি ট্রফি তে মরসুমে ১টি  শতরান এবং ৩ টি অর্ধশত রান করেন। যদিও বাংলা দল সেই মরসুমে নকআউট এ পৌঁছতে পারেনি।ছত্তিশগড় এর বিরুদ্ধে আসে তার শতরান।

আইপিএল[সম্পাদনা]

২০২৩ আইপিএল এ ঋষভ পন্থ  এর পরিবর্তে হিসেবে দিল্লি দল তাকে ২০ লক্ষ টাকায় স্বাক্ষর করায় ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Abishek Porel, ESPNcricinfo. Retrieved 9 November 2023.
  2. Abhishek Porel, CricketArchive. Retrieved 9 November 2023. (সদস্যতা প্রয়োজনীয়)