অপরাধ বিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
China, 1875

অপরাধ বিজ্ঞান হল অপরাধের কারণ, প্রভাব, অপরাধীর চরিত্র, বিষয় বিবেচনা, প্রতিকার বা নিয়ন্ত্রণের সামাজিক ও বিজ্ঞানভিত্তিক অনুশীলন। এটি সমাজবিজ্ঞান এবং আচরণগত বিজ্ঞানের সম্মিলনে গড়ে ওঠা একটি শাখা। এটি সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, মনোবিজ্ঞানী, দার্শনিক, মনোরোগ বিজ্ঞানী, সমাজকর্মী, জীববিজ্ঞানী, সামাজিক নৃবিজ্ঞানীসহ অন্যান্যদের গবেষণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

অপরাধ বিজ্ঞানীরা অপরাধ বিষয়ে অধ্যয়ন করেন এবং অপরাধের প্রতি সমাজের প্রতিক্রিয়া নিয়ে নানা কাজ এবং গবেষণা করেন। অনেক অপরাধ বিজ্ঞানী অপরাধীদের আচরণগত নিদর্শন পরীক্ষা করেন। সাধারণত অপরাধ বিজ্ঞানীগণ গবেষণা ও তদন্তের মাধ্যমে বিভিন্ন তত্ত্ব উদ্ভাবন করেন এবং পরীক্ষালব্ধ বিভিন্ন প্যাটার্ন বিশ্লেষণ করেন।[১]

আলোচ্য বিষয়[সম্পাদনা]

১) অপরাধের প্রকৃতি ২) অপরাধ প্রবণতার কারণ ৩) অপরাধ সংক্রান্ত আইন ও বিচার ব্যবস্থা ৪) অপরাধীর চারিত্রিক বৈশিষ্ট্য ৫) সংশোধনের পদ্ধতি ও শাস্তি ৬) সমাজে অপরাধীর প্রভাব।

শাখাসমূহ[সম্পাদনা]

অপরাধতত্ত্ববিদ বঙ্গার অপরাধবিজ্ঞানকে ৫টি শাখায় ভাগ করেছেন। ১) নৃতাত্ত্বিক ২) সামাজিক ৩) মনস্তাত্ত্বিক ৪) অসুস্থতা ভিত্তিক এবং ৫) শাস্তিদাননীতি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রউফা, টিমোথি। "Criminology, the Study of Crime, Causes, and Consequences" [অপরাধ বিজ্ঞান, অপরাধের অধ্যয়ন, কারণ এবং ফলাফল]। দ্য ব্যালেন্স ক্যারিয়ারস। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯ 
  2. Criminology and Penology, N.V. Paranjape (১৯৯৬)। Nature and scope of criminology। Allahabad: central law publication। পৃষ্ঠা 15। আইএসবিএন 978-81-908613-0-4