অতুলচন্দ্র দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অতুলচন্দ্র দত্ত
জন্ম১২ এপ্রিল ১৮৭৫
বোয়ালখালী, চট্টগ্রাম
মৃত্যু২ এপ্রিল ১৯৬৫(1965-04-02) (বয়স ৮৯)
নাগরিকত্বব্রিটিশ ভারত
পূর্ব পাকিস্তান
শিক্ষাপটিয়া হাই স্কুল
চট্টগ্রাম কলেজ
পরিচিতির কারণসাহিত্যিক
উল্লেখযোগ্য কর্ম
গৃহসুখ, গৃহশিক্ষা

অতুলচন্দ্র দত্ত একজন বাঙালি সাহিত্যিক ও উকিল।[১]

জীবনী[সম্পাদনা]

অতুলচন্দ্র দত্ত ১৮৭৫ সালের ১২এপ্রিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খরণদ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি পটিয়া হাই স্কুল থেকে এন্ট্রান্স ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। পরবর্তীতে, তিনি আইন পাশ করে চট্টগ্রাম জেলা জর্জ কোর্টে দীর্ঘ ৬০বছর ওকালিত করেন। বিভিন্ন সংবাদ ও পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো: গৃহসুখ, গৃহশিক্ষা, চাইল্ড ন্যাচার (Child Nature)। তিনি একজন নীতিবাদি সাহিত্যিক হিসেবেও পরিচিত। ১৯৬৫ সালের ২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অতুলচন্দ্র দত্ত - বাংলা একাডেমি চরিতাভিধান, ৩য় সংস্করণ, জুন ২০১১