বিষয়বস্তুতে চলুন

অঞ্জু জৈন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঞ্জু জৈন
২০০৬ সালে রাষ্ট্রপতির কাছ থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করার সময়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অঞ্জু জৈন
জন্ম (1974-08-11) ১১ আগস্ট ১৯৭৪ (বয়স ৫০)
দিল্লি, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪১)
ফেব্রুয়ারি ৭ ১৯৯৫ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৮)
জুলাই ২০ ১৯৯৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআইএপ্রিল ১০ ২০০৫ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা নারীদের টেস্ট নারীদের ওডিআই
ম্যাচ সংখ্যা ৬৫
রানের সংখ্যা ৪৪১ ১৭২৯
ব্যাটিং গড় ৩৬.৭৫ ২৯.৮১
১০০/৫০ ১/৩ ০/১২
সর্বোচ্চ রান ১১০ ৯০
ক্যাচ/স্ট্যাম্পিং ১৮/৮ ৩০/৫১
উৎস: ক্রিকইনফো, ২৯ এপ্রিল ২০২০

অঞ্জু জৈন (জন্ম ১১ আগস্ট ১৯৭৪) একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতের হয়ে মহিলাদের টেস্ট ক্রিকেট (১৯৯৫ এবং ২০০৩ সালের মধ্যে ৮ ম্যাচ) এবং ওডিআই ক্রিকেট (১৯৯৩ এবং ২০০৫ এর মধ্যে ৬৫ ম্যাচ) খেলেছেন। তিনি দলের উইকেট-রক্ষক ছিলেন । তিনি নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন।

তিনি ৮টি ওডিআই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন, সবগুলোই ২০০০ সালের ক্রিকইনফো মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময় যখন ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার আগে সেমিফাইনালে উঠেছিল।

তিনি ভারতীয় মহিলাদের ঘরোয়া লীগে এয়ার ইন্ডিয়া মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি টানা চারটি বিশ্বকাপ খেলেছেন। উইকেটের পিছনে তার ৮১টি ডিসমিসাল সব দেশের উইকেট-রক্ষকদের দ্বারা সর্বকালের ডিসমিসালের পরিপ্রেক্ষিতে চতুর্থ অবস্থানে রয়েছে। উইকেট কিপিং এবং ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং ওপেন করে সবচেয়ে বেশি মহিলাদের ওয়ান ডে খেলার রেকর্ডও জৈনের।[]

অঞ্জু ২০০৫ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের কাছ থেকে তার ক্রীড়া সাফল্যের জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন, তাই তাকে ক্রিকেটে বছরের সেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কোচিং ক্যারিয়ার

[সম্পাদনা]

তিনি অন্ধ্র প্রদেশের যুব ও মহিলা ক্রিকেটারদের উন্নয়নের সাথে যুক্ত একজন কোচ ছিলেন। তিনি ওড়িশা, ত্রিপুরা এবং আসামের পাশাপাশি ভারতীয় দলের জন্যও কোচ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ। []

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]