অঞ্জু চাড্ডা
অঞ্জু চাড্ডা | |
---|---|
জন্ম | আহমেদনগর, ভারত | ৪ মে ১৯৫৫
মাতৃশিক্ষায়তন |
|
পুরস্কার | ১৯৯২ ফেলো, আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন (প্রাণরসায়ন) |
প্রতিষ্ঠানসমূহ | ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি মাদ্রাজ |
অঞ্জু চাড্ডা (জন্ম ৪ মে ১৯৫৫) একজন ভারতীয় প্রাণরসায়নবিদ। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের একজন অধ্যাপক।[১] তিনি উৎসেচক অনুঘটন এবং উৎসেচক প্রক্রিয়া, জৈব সংশ্লেষণে উৎসেচক, সবুজ রসায়ন এবং জৈব-সংবেদন গ্রাহক ব্যবহার করে অপ্রতিসম সংশ্লেষণের ক্ষেত্রে নানান ধরনের গবেষণা করেন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অঞ্জু ১৯৫৫ সালের ৪ মে ভারতের আহমেদনগরে জন্মগ্রহণ করেন।[৩][৪] তার পিতার নাম ছিল বেদ প্রকাশ ও এবং মাতার নাম চম্পা (মালিক) চাড্ডা।
শিক্ষা
[সম্পাদনা]অঞ্জু ১৯৭২ সালে ভারতের মহারাষ্ট্রের পুণের দেহু রোডের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বিদ্যালয়ের পাঠ শেষ করেন। তিনি ঐ বছর স্কুলে প্রথম হয়ে সেরা ছাত্রীর শিরোপা এবং রসায়নে পুরস্কার পান।[৫] ১৯৭৫ সালে মহারাষ্ট্রের পুণে বিশ্ববিদ্যালয়ের নওরোসজী ওয়াদিয়া কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৬][২] তিনি কলেজে প্রথম হন এবং কলেজ থেকে রসায়নে পুরষ্কারও পান।[৬] তিনি ১৯৭৭ সালে পুনা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জৈব রসায়ন বিষয় নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৭৫-৭৭ বর্ষে মহারাষ্ট্র রাজ্য সরকারের থেকে তিনি বৃত্তি পান।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৭৮ সাল থেকে ১৯৭৯ সাল এই দুবছর তিনি মহারাষ্ট্রের পুণের ফার্গুসন কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন।[৩] ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সাল এই দীর্ঘ পাঁচ বছর তিনি ব্যাঙ্গালোরের ভারতীয় বিজ্ঞান সংস্থায় জৈব রসায়ন বিভাগে পিএইচডির জন্য গবেষণার কাজ করেন। ১৯৮৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।[৫] এরপর তিনি প্রাণ-জৈব রসায়ন নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন।[২] ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল এই তিন বছর তিনি ফোগার্টি ইন্টারন্যাশনাল সেন্টার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ওয়াশিংটন, ডি.সি. থেকে ফোগার্টি ইন্টারন্যাশনাল ফেলোশিপ পান।[৫][৬] ১৯৮৮-৮৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ ভিজিটিং অ্যাসোসিয়েট হিসাবে কাজ করেছেন।[৭] ১৯৯০-৯১ সালে তিনি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে যোগ দেন। ১৯৯২-৯৩ সালে জার্মানির আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের আলেকজান্ডার ভন হামবোল্ট ফেলোশিপ পান।[৬][৫] ১৯৯১ থেকে ১৯৯৮ সাল প্রায় সাত বছর তিনি ভারতের এসপিআইসি ফার্মা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের বিজ্ঞানী হিসাবে দায়িত্বভার সামলেছেন। এরপর ১৯৯৮ সালের অক্টোবর মাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ-এ অধ্যাপনার কাজে যোগ দেন। সেখানেই প্রায় কর্মজীবনের পঁচিশ বছর অধ্যাপনা এবং গবেষণার কাজে কাটিয়েছেন।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৯৮৭ সালের ১৩ জুলাই রোমেশ কৌলের সঙ্গ তার বিয়ে হয়।[৩]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]১৯৭৫ সালে ভারতের পুণের নওরোজজী ওয়াদিয়া কলেজে রসায়নে ভাল ফল করার জন্য তিনি রসায়ন পুরস্কার পান।[২] ১৯৮৫ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে বিজ্ঞান অনুষদে সেরা গবেষণাপত্রের জন্য মিসেস হনুমন্ত রাও মেডেল দিয়ে তাকে সম্মান জানানো হয়।[২][৫] ২০১১ সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক নারী দিবস পুরস্কার দিয়ে তাকে সম্মান জানায়।[২] ২০১৫ সালের একজন অসামান্য মহিলা বিজ্ঞানী হিসাবে তিনি অধ্যাপক এস কে চ্যাটার্জি পুরস্কার পান। এই পুরস্কারের মূল্য নগদ ৪০ হাজার টাকা এবং একটি মানপত্র।[৮] অঞ্জু ইন্ডিয়ান সোসাইটি অফ বায়ো-অর্গানিক কেমিষ্ট, ভারতের কেমিক্যাল রিসার্চ সোসাইটি এবং ব্যাঙ্গালোরের আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি মাদ্রাজ সায়েন্স ফাউন্ডেশনের একজন নির্বাচিত সদস্য।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Anju Chadha"। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Anju Chadha"। ২৭ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।
- ↑ ক খ গ "Prabook"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪।
- ↑ "Science – a joyous playing field" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।
- ↑ ক খ গ ঘ ঙ "Bioorganic Chemistry Lab-IITM"। ১২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪।
- ↑ ক খ গ ঘ "Anju Chadha"। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।
- ↑ ক খ "Bioorganic Chemistry Lab-IITM"। ১২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪।
- ↑ "Prof. S. K. Chatterjee Award for Outstanding Woman Researcher or Industry Leader"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪।
- ↑ "Career profile"। ৩১ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।
- ১৯৫৫-এ জন্ম
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় জীববিজ্ঞানী
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রাক্তন শিক্ষার্থী
- মহারাষ্ট্রের বিজ্ঞানী
- আহমেদনগরের ব্যক্তি
- সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর ভারতীয় জীববিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- জীবিত ব্যক্তি
- ভারতীয় প্রাণরসায়নবিদ