বিষয়বস্তুতে চলুন

অজেয় রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অজেয় রায় (১৭ আগস্ট, ১৯৩৪ - ৩ সেপ্টেম্বর, ২০০৮) একজন বাঙালি শিশুসাহিত্যিক।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অজেয় রায় ১৯৩৫ সালে বীরভূম জেলাশান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন। তার ছাত্রজীবন অতিবাহিত হয় কলকাতা ও শান্তিনিকেতনে। কিছুকাল শিক্ষকতা করার পর বিশ্বভারতী কৃষি অর্থনীতি গবেষণাকেন্দ্রের কর্মীরূপে কাজ করতেন।

সাহিত্য

[সম্পাদনা]

শিশু কিশোরদের জন্যে অজেয় রায় প্রচুর কাহিনী রচনা করেছেন। তার লেখা সন্দেশ, আনন্দমেলা শুকতারা, কিশোর ভারতী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়। তার কয়েকটি গল্পে চিত্রাঙ্কন করেছেন সত্যজিৎ রায়[] উল্লেখযোগ্য বইগুলির মধ্যে আছে আমাজনের গহনে, ফেরোমন, মুঙ্গু, মানুক দেওতার রহস্য সন্ধানে, কিশোর রচনা সংগ্রহ, এডভেঞ্চার সমগ্র ইত্যাদি। তার সৃষ্ট গোয়েন্দা ও সাংবাদিক চরিত্রের নাম দীপক রায়[]

পুরস্কার

[সম্পাদনা]

ছোটদের জন্যে লেখার স্বীকৃতি স্বরূপ অজেয় রায় একাধিক পুরস্কার পেয়েছেন তার মধ্যে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত আশালতা সেন স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য পরিষদের পুরস্কার ও পদক, সুবিনয় রায় স্মৃতি পদক, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিশুসাহিত্যে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রয়াত বাঙালি লেখকের তালিকা"wbpublibnet.gov.in। স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, কলকাতা। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭ 
  2. "সত্যজিৎ রায় ॥ নতুন প্রজন্মের কাছে এক সীমাহীন আকাশ"। দৈনিক সংগ্রাম। ১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. অজেয় রায় (২০০৯)। এডভেঞ্চার সমগ্র। কলকাতা: দেজ পাবলিশিং। আইএসবিএন 978-81-295-0929-1