অজয় বাঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অজয় বাঙ্গা
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ জুন ২০২৩
পূর্বসূরীডেভিড মালপাস
ব্যক্তিগত বিবরণ
জন্মঅজয়পাল সিং বঙ্গ
১০ নভেম্বর ১৯৫৯
পুনে, ভারত
নাগরিকত্বভারতীয় (১৯৫৯-২০০৭)
আমেরিকান (২০০৭-বর্তমান)
সম্পর্কএম এস বংগা (ভাই)
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট স্টিফেন কলেজ, দিল্লি (বিএ)
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ (এমবিএ)
পুরস্কার পদ্মশ্রী, ভারত সরকার কর্তৃক

অজয়পাল সিং বাঙ্গা (জন্ম ১০ নভেম্বর, ১৯৫৯) একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়িক নির্বাহী। তিনি বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট[১] এবং জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান। তিনি ২০১০ সালের জুলাই থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে দায়িত্ব পালন করার পরে মাস্টারকার্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেদারল্যান্ডস -ভিত্তিক বিনিয়োগ হোল্ডিং কোম্পানি এক্সোরের চেয়ারম্যান এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে মধ্য আমেরিকার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের চেয়ারম্যান।[২]

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন, যা ঐতিহ্যগতভাবে এই পদে মনোনয়ন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।[৩]

তিনি ২০২৩ সালের ৩ মে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন ও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিডেন প্রশাসনের দ্বারা এই পদে মনোনীত হন।[৪]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

অজয় বঙ্গ ১৯৫৯ সালের ১০ নভেম্বর ভারতের বোম্বাই রাজ্যের পুনে (বর্তমানে মহারাষ্ট্রে ) এর খড়কি সেনানিবাসে একটি সাইনি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন । তার পরিবার মূলত জলন্ধর , পাঞ্জাবের বাসিন্দা । তার বাবা হরভজন সিং বাঙ্গা একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট-জেনারেল যিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছেন। তিনি ব্যবসায়ী এমএস বঙ্গের ছোট ভাই।

বঙ্গ সেন্ট এডওয়ার্ড স্কুল, সিমলা এবং হায়দ্রাবাদের হায়দ্রাবাদ পাবলিক স্কুলে শিক্ষা লাভ করেন । তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে ব্যাচেলর অফ আর্টস (সম্মান) ডিগ্রি নিয়ে স্নাতক হন এবং এরপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে পিজিপি (এমবিএর সমতুল্য) ডিগ্রি অর্জন করেন।

মার্কিন সরকার[সম্পাদনা]

২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি বারাক ওবামা বানগাকে বাণিজ্য নীতি ও আলোচনার জন্য রাষ্ট্রপতির উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে নিযুক্ত করেন।[৫]

অন্যান্য কাজকর্ম[সম্পাদনা]

কর্পোরেট বোর্ড[সম্পাদনা]

  • Exor, পরিচালনা পর্ষদের সদস্য (২০২১ সাল থেকে)
  • টেমাসেক হোল্ডিংস , পরিচালনা পর্ষদের সদস্য (২০২১ সাল থেকে)
  • BeyondNetZero, উপদেষ্টা বোর্ডের সদস্য
  • ডাউ কেমিক্যাল কোম্পানি , পরিচালনা পর্ষদের সদস্য (-২০২১)

অলাভজনক প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (ICC), চেয়ার (২০২০ সাল থেকে)
  • আমেরিকান রেড ক্রস (ARC), গভর্নর বোর্ডের সদস্য (২০১৪ সাল থেকে)
  • ইকোনমিক ক্লাব অফ নিউ ইয়র্ক , বোর্ডের ভাইস চেয়ারম্যান
  • পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স , বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্য
  • ত্রিপক্ষীয় কমিশন, সদস্য
  • আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন , পরিচালনা পর্ষদের সহ-সভাপতি (২০১৬)

সম্মান[সম্পাদনা]

ভারত সরকার ২০১৬ সালে বঙ্গকে পদ্মশ্রী বেসামরিক সম্মানে ভূষিত করে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rappeport, Alan (২০২৩-০৬-০২)। "Ajay Banga Era Begins at the World Bank"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১০ 
  2. House, The White (২০২৩-০২-২৩)। "President Biden Announces U.S. Nomination of Ajay Banga to Lead World Bank"The White House (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৫ 
  3. ডেস্ক, বাণিজ্য। "বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় মার্কিন নাগরিক অজয়"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৪ 
  4. House, The White (২০২৩-০২-২৩)। "President Biden Announces U.S. Nomination of Ajay Banga to Lead World Bank"The White House (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১০ 
  5. "President Obama Announces More Key Administration Posts"whitehouse.gov (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৫ 
  6. "Padma Awards 2016"pib.gov.in। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৫