বিষয়বস্তুতে চলুন

অক্সালিস অরেগানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অক্সালিস অরেগানা
Redwood sorrel
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস)
ক্লেড: ইউডিকটস
গোষ্ঠী: রোসিদস
বর্গ: Oxalidales
পরিবার: Oxalidaceae
গণ: Oxalis
Nutt.
প্রজাতি: O. oregana
দ্বিপদী নাম
Oxalis oregana
Nutt.

অক্সালিস অরেগানা, রেডউড সোরেল বা ওরেগন অক্সালিস নামে পরিচিত, উড সোরেল অর্থাৎ অক্সালিডেসিয়াই পরিবারের ও অক্সালিস গণের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ প্রজাতি, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া থেকে ওয়াশিংটন, অরেগনক্যালিফোর্নিয়া পর্যন্ত উত্তর-পশ্চিম আমেরিকার আর্দ্র ডগলাস-ফার এবং উপকূলীয় রেডউড বনাঞ্চলের একটি আদিম অধিবাসী উদ্ভিদ।[][]

বিবরণ

[সম্পাদনা]
ফুল এককভাবে জন্মাতে দেখা যায়। sepal-র দৈর্ঘ্য ৫–১০ মিমি এবং পাপড়ির দৈর্ঘ্য ১৩–২০ সেমি হয়।

অক্সালিস অরেগানা একটি হার্বজাতীয় ছোট বহুবর্ষজীবী উদ্ভিদ, যার ফুলের স্টেম দৈর্ঘ্যে ৫–১৫ সেমি লম্বা ও খাড়া হয়। এর সংযুক্ত পত্র ৫–২০ সেমি দৈর্ঘ্যের স্টকের (stalk) সাথে যুক্ত থাকে, যেখানে প্রতিটি যুগ্মপত্র তিনটি অংশ (leaflet) নিয়ে গঠিত। লিফলেটগুলো আকারে হৃদপিণ্ডের মতো, দৈর্ঘ্যে ১–৪.৫ সেমি লম্বা এবং এদের বিপরীত-পৃষ্ঠ ঈষৎ নীলচে বেগুনি বর্ণের হয়। সাদা থেকে বেগুনি বর্ণের পুষ্পমঞ্জরির ব্যাস ২.৪-৪ সেমি হয়, এতে পাঁচটি করে পাপড়ি (petal) ও সেপাল (sepal) থাকে। লোমশ পাঁচ-কক্ষ বিশিষ্ট বীজের ক্যাপসুলগুলো ডিম্বকৃতির, লম্বায় ৭-৯ মিমি হয় ; বীজ Almond-এর আকৃতি বিশিষ্ট।[] একটি আঁশযুক্ত রাইজোমের মাধ্যমে এর বিস্তার ঘটে। ছাউনি বা ছায়াযুক্ত আর্দ্র বন জুড়ে এর বিভিন্ন আকৃতি দেখা যায়।[]

আলোর প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া

[সম্পাদনা]

পরিবেষ্টিত সূর্যালোকের অপেক্ষাকৃত কম স্তরে (পূর্ণ সূর্যালোকের ১/২০০ ভাগ) অক্সালিস অরেগানা আলোকসংশ্লেষণ করে। যখন সরাসরি সূর্যালোক পাতার ওপর পড়ে তখন পাতাগুলো নিচের দিকে ভাঁজ হয়ে ঝিমিয়ে পড়ে। পুনরায় ছায়া পড়লে পাতাগুলো আবারও খোলে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই এই পরিবর্তন খালি চোখে পর্যবেক্ষণযোগ্য।[][]

ভক্ষণযোগ্যতা

[সম্পাদনা]

অতীতে কাউলিটজ, কুইলিউটে এবং কুইনল্ট সম্প্রদায়ের খাদ্য তালিকায় অক্সালিস ওরেগানার পাতা ছিল। পালং শাকের মতো এগুলোতে হালকা বিষাক্ত অক্সালিক অ্যাসিড থাকে। এই গণের (oxalis) নাম থেকেই অ্যাসিডটির নামকরণ করা হয়েছে।[] অক্সালেট সংশ্লিষ্ট পার্শ-প্রতিক্রিয়া যাদের নেই, তারা এটি স্বল্প মাত্রায় খেতে পারেন।[]

অক্সালিস অরেগানার একটি প্রকরণ। রাইজোমের বিকাশের ওপর অক্সালিস অরেগানার আকারের পরিবর্তন নির্ভর করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "WTU Herbarium Image Collection"Burke Museum। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০২ 
  2. "Plants Profile for Oxalis oregana (redwood-sorrel)"plants.usda.gov। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০২ 
  3. "Nyctinasty and Mimosa leaf movement"Science and Plants for Schools। ২০১৬-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০২ 
  4. "Burke Herbarium Image Collection"biology.burke.washington.edu। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০১ 
  5. "Oxalis oregana"Electronic Atlas of the Plants of British Columbia। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০২ 
  6. "12.1.1 Light interception and utilisation"Plants in Action। ২০১৬-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০২ 
  7. Pojar, Jim; Andy MacKinnon (২০০৪)। Plants Of The Pacific Northwest Coast: Washington, Oregon, British Columbia & Alaska। Lone Pine Publishing। আইএসবিএন 978-1-55105-530-5 
  8. Benoliel, Doug (২০১১)। Northwest Foraging: The Classic Guide to Edible Plants of the Pacific Northwest (Rev. and updated সংস্করণ)। Seattle, WA: Skipstone। পৃষ্ঠা 175। আইএসবিএন 978-1-59485-366-1ওসিএলসি 668195076