টেমপ্লেট আলোচনা:কাজ চলছে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেমপ্লেটটির ভাষায় পরিবর্তন আনা দরকার[সম্পাদনা]

যেহেতু কাজ চলছে ট্যাগটি এজন্য সাঁটা, যাতে নিবন্ধ-প্রণেতা তার নিবন্ধে অন্য কারো কোনো প্রকার সম্পাদনা থেকে রক্ষা পান, কিন্তু টেমপ্লেটের বক্তব্যে এজাতীয় কোনো আবেদন নেই। তাই টেমপ্লেটটির বক্তব্যে ঈষৎ পরিবর্তন প্রস্তাব করছি:

  • এর উন্নতিতে আপনার কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে।

প্রস্তাবননা: এর উন্নতিতে আপনার যেকোনো প্রকার পরামর্শ নিবন্ধের আলাপ পাতায় জানানোর অনুরোধ করা যাচ্ছে।

  • দয়া করে দ্রুত অপসারণ ট্যাগ সংযুক্ত করবেন না।

সংযোজন প্রস্তাবননা: দয়া করে দ্রুত অপসারণ ট্যাগ সংযুক্ত করবেন না এবং নিবন্ধ-প্রণেতাকে নিবন্ধ এগিয়ে নিতে উপযুক্ত সময় দিন।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫৫, ১১ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

সুরক্ষিত সম্পাদনার অনুরোধ, ২২ মে ২০১৬[সম্পাদনা]

আসল বানানটা পুনর্গঠন। মূর্ধন্য 'ণ' টা কে দন্ত্য 'ন' করা গেলে ভাল হয়। ব্যা করণ (আলাপ) ১২:১৭, ২২ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে --আফতাব (আলাপ) ১৪:২৯, ২২ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]