বিষয়বস্তুতে চলুন

খাসি চলচ্চিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাসি চলচ্চিত্র শব্দটি ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থিত খাসি ভাষার চলচ্চিত্র শিল্পকে বোঝাতে ব্যবহৃত হয়। ১৯৮১ সালে হ্যামলেট বারেহ নাগাপকিন্টার চলচ্চিত্র কা সিনজুক রি কি লাইফেউ সিয়েম খাসি ভাষার প্রথম চলচ্চিত্র হয়ে ওঠে। কয়েক বছর পরে, অর্ধেন্দু ভট্টাচার্যের ১৯৮৪ সালের চলচ্চিত্র মানিক রায়তং খাসি ভাষার প্রথম রঙিন চলচ্চিত্র হয়ে ওঠে।[১] ২০০০-এর দশকের পর যখন রাজ্যে জঙ্গিবাদ ব্যাপকভাবে কমে আসে, তখন বিনোদন এবং চলচ্চিত্রের বাজার উন্মুক্ত হয়। খাসি ভাষায় অনেক শর্ট ফিল্ম এবং টেলিফিল্ম নির্মিত হতে শুরু করে। প্রদীপ কুরবাহের মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের দৃশ্যে প্রবেশের পরে খাসিতে ফিচার ফিল্মের প্রযোজনা একটি বড় প্রেরণা পেয়েছিল।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

[সম্পাদনা]
  • কা সিনজুক রি কি লাইফেউ সিয়েম (দ্য অ্যালায়েন্স অব থার্টি কিংস) (১৯৮১)
  • মানিক রায়তং (১৯৮৪)
  • রি: দ্য হোমল্যান্ড অফ আনসার্টেনিটি (২০১৪) - আইএফএফআই গোয়ায় প্রদর্শিত জাতীয় পুরস্কার জিতেছে।
  • ওনাতাহ: অফ দ্য আর্থ (২০১৬) - জাতীয় পুরস্কার জিতেছে, নেটফ্লিক্সে উপলব্ধ, মারাঠি ভাষায় পুনর্নির্মাণ হয়েছে।
  • ঈদুহ (২০২৯) - বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল।[২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Let's talk films"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০ 
  2. "Khasi film 'Iewduh' becomes first from Meghalaya to be premiered at Busan Film Festival"NORTHEAST NOW (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-৩০